আমারও ইচ্ছে করে,
খুব ইচ্ছে করে মন খারাপের গল্প গুলো-
জীবনের খেরোখাতায় লিখে রাখতে।
আমারও ইচ্ছে করে,
খুব ইচ্ছে করে কষ্ট পেলে কাউকে ডেকে-
বলতে জানো, আমার ভীষণ কষ্ট হচ্ছে।
আমারও ইচ্ছে করে, খুব ইচ্ছে করে প্রিয়জনের বুকে মাথা রেখে-
বাঁধ ভাঙা কান্নার সাথে কষ্ট গুলো ধুয়ে ফেলতে।
আমারও ইচ্ছে করে,
ছাদে গিয়ে প্রিয়জনের কাঁধে মাথা রেখে-
জ্যোৎস্নার রূপোলী আলোয় স্নান করতে।
আমারও ইচ্ছে করে,
খুব ইচ্ছে করে প্রিয়জনের হাতে হাত-
রেখে আষাঢ়/শ্রাবণের ঝুম বৃষ্টিতে ভিজতে।
আমারও ইচ্ছে করে,
খুব ইচ্ছে করে চা/কফি হাতে বন্ধুদের-
সাথে বৈকালিক আড্ডায় মেতে উঠতে।
আমারও ইচ্ছে করে,
খুব ইচ্ছে করে গোধূলি বেলায়-
ক্লান্ত পাখিদের নীড়ে ফেরা দেখতে।
আমারও ইচ্ছে করে,
খুব ইচ্ছে করে ঘোর সন্ধ্যায় জোনাক-
জ্বলা আলোর মিছিলে সহযাত্রী হতে।
আমরও ইচ্ছে করে,
খুব ইচ্ছে করে শুনসান নিরব-
রাতে ঝিঁঝিঁ পোকাদের ডাক শুনতে।
১৬টি মন্তব্য
সামশুল মাওলা হৃদয়
কথাগুলো হৃদয় নেড়ে দিয়ে গেল। ভালো থাকুক সে সব বেঈমান নামক ভালোবাসা মানুষ গুলো। যারা এভাবে হাজারো মন খারাপ করে দেয়।
সুরাইয়া পারভীন
হুম ভালো থাকুন সবসময়
ধন্যবাদ অশেষ
ফয়জুল মহী
সুন্দর লেখনীতে মুগ্ধতা একরাশ রেখে গেলাম।
সুরাইয়া পারভীন
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি
ভালো থাকুন সবসময়
ছাইরাছ হেলাল
এত এত ইচ্ছে দেখে, ইচ্ছেরা তো ভয়ে পালিয়ে বাঁচতে চাইবে!!
সুরাইয়া পারভীন
হুঁ কইলেই হলো
পালিয়ে যাইবে কই
ঠিকই ধরে নিয়ে আসবো
হা হা হা হা হা
কৃতজ্ঞতা অশেষ ভাইয়া
ভালো থাকুন সবসময়
আলমগীর সরকার লিটন
বেশ রোমান্টিক মনে হলো ইচ্ছাগুলো এমনি হোক কবি আপু
সুরাইয়া পারভীন
ভালো লাগলো আপনার মন্তব্য
ধন্যবাদ অশেষ
ভালো থাকুন সবসময়
তৌহিদ
ইচ্ছেগুলো পূরণ হোক এটাই প্রার্থনা। শুভকামনা সবসময়।
সুরাইয়া পারভীন
অযাচিত ইচ্ছেরা হোক পূর্ণ
আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ চমৎকার ইচ্ছার ফোয়ারা ছুটেছে বল্গা হরিণের মতো। দারুন হয়েছে আপু। ইচ্ছা রা পূর্ণতা পাক। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
সুরাইয়া পারভীন
বাহ্ কী দারুণ মন্তব্য। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই। ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
খাদিজাতুল কুবরা
ইচ্ছেগুলো ইচ্ছের জোরে বেঁচে থাকুক,
ইচ্ছেগুলো ডানা মেলা গাঙচিলের সঙ্গী হউক,
ইচ্ছেগুলো সদলবলে পূর্ণতা পাক।
অনেক শুভেচ্ছা।
সুরাইয়া পারভীন
আহা! এমন মন্তব্য পেলে ইচ্ছেরা এমনিই পেয়ে যাবে ডানা। গাঙচিলের মতো উড়বে ইচ্ছে মতো। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
আরজু মুক্তা
ইচ্ছার শেষ নেই।
সুরাইয়া পারভীন
একদমই তাই। অনেক ধন্যবাদ আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়