দেশে যা ইচ্ছে তা হচ্ছে। প্রতিকার করার সদিচ্ছার ব্যাক্তির অভাব, এটাও ভুল ক্ষমতা না থাকলে প্রতিকার করতে গেলেই রাজার নিতি ও পুলিশের গলাধাক্কা দুটোই জুটবে কপালে। যেখানে জার যা ইচ্ছে সে তা নির্দ্বিধায় করে যাচ্ছে, ক্ষমতা হীন ভাল মানুষ আজ অসহায়, ক্লান্ত । আজ সংগঠন গুলির মানুষেরা রাজার রাজা। কি সরকারী কি বেসরকারী সংবদ্ধ তারা কে টুটিবে তাদের শক্তি, কে রুধিবে তাদের পথ। তাদের আছে রাজনৈতিক সাপোর্ট আবার আছে ক্ষমতার দাপটে থাকা পুলিশ।
রাস্তায় যাইচ্ছে তা ভাড়া নিচ্ছে গাড়ির কর্তপক্ষ, রাস্তায় বিভিন্ন চাঁদাবাজি, যাত্রী অধিকার বঞ্চিত, আবার অধিকার! গাড়ী পাচ্ছ তাই কত! পাটুরিয়া থেকে বি আর টি সি তে ঢাকায় আসতে ভাড়া ৮০ টাকা। আর অন্যন্য বাস নিত ৯০/১০০.০০ টাকা। গত ২১ ফেব্রুয়ারিতে ভাড়া ১৫০.০০ টাকা। নবিনগর পর্যন্ত ছাদে ৫০.০০ (যেখানে ছাদে যাত্রী বহন নিষিদ্ধ) পুলিশ দেখেও দেখে না এক্সিডেন্ট না করা অবধি) আর দাড়ায়ে ১০০.০০ এই অরাজকতা হীরক রাজার দেশের মত আমাদের দেশে চলছে।
ঢাকায় অফিসে যাওয়া আসা কত ন্যাকারজনক তা বলাবাহুল্য। গাড়ী নামাচ্ছে সরকার আজ এত পিস, কাল এত পিস। মন্ত্রী আর মেয়রের ফাকাবুলি। রাস্তায় চলতে চলতে শুনি গাড়ী কিনছে ঠিকই কিন্তু বিল মত টাকা যাচ্ছে কিন্তু বিনিময়ে পাচার। সত্য মিথ্যা জানিনা।
রাস্তায় চলছে হঠাত কোন ভুলত্রুটি হল কিনা যাচাই-বাঁচাই না করে দিলো থাপ্পড় এটা কোন মানবিক কাজ। মানুষ থেকে কি আমরা বঞ্চিত হচ্ছি! এই আমি কে তুই জিনিস? এমন প্রশ্ন করে অনেকে? আমার উত্তর হল ভাই আপনি মানুষ ছাড়া আর কি হতে পারেন? আপনি অবশ্যই একজন মানুষ। সৃষ্টিকর্তার সেরা জিবের অন্যতম। আপনি পেশায় অনেক কিছু হতে পারেন। ডাক্তার , উকিল, শিক্ষক, রাজনীতিবিদ, সাংবাদিক বিভিন্ন পেশা।
মানুষের বাহিরে ত কিছু না। ব্যবহারে হতে পারেন জানোয়ার, কেউটে সাপ, বাঘ, বিড়ার, ছাগল, কুত্তা ইত্যাতি সন্ত্রাসী মনোভাব জানোয়ার ছাড়া আর কি ই হতে পারে?
রাস্তাঘাটে যা ঘটছে তা হিরক রাজার দেশেও মনে হয় এত অনৈতিক, অমানবিক, নিষ্ঠুর কর্ম ঘটবেনা। দেশে শাসকের অন্তরালে শাসক দলের চুনোপুঁটিরা যা করেছে তা শাসক দলের পর্যবেক্ষণ করে এইসব অন্যায় কাজের প্রতিকার না করলে সাধারণ জনতা হতাশা ছাড়া কিছুই পাবেনা।
২০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
উত্তেজিত হবেন না, জনাব।
মোঃ মজিবর রহমান
না ভাই আমাদের উত্তেজিত হয়ে কোন লাভ নাই।
আমরা হালের গরু।
অরুনি মায়া
শুধু শাসকরাই দায়ী নয়, এ দায় আমাদের সকলের
মোঃ মজিবর রহমান
সাধারন জনগনের কোন ক্ষমতা নাই। তারা আজ বন্দি সমাজের ক্ষমতাবাজদের হাতে।
অরুনি মায়া
কেন তারা বন্দী ? কে তাদের বেঁধে রেখেছে? কাউকে কি জোর করে বেঁধে রাখা যায় ? আসলে সব ভীতু | প্রতিবাদ করতে বুকের পাটা লাগে |
মোঃ মজিবর রহমান
ঠীক বলেছেন আপু,
আজ তাঁরা ভিতু কারণ সমাজে সন্মমান, নিরাপত্তা নিয়ে। ইন্ডিয়ান শত্রু বাংলা ছবি দেখেছেন। সেখানে এক্সময় এক প্রবাসী গ্রামে এসে স্কুল এবং কিছু জন্সেবা কাজ করতে চাই কিন্তু চাদাবাজ চাঁদা চাই না দিলে চাদাবাজীর উত্তর, “এই বুড়া সকালে দেখবি এক যুবতি মেয়ে এসে বলবে এই শোনেন শোনেন এই বুড়া আমার ইজ্জদ নিয়েছে, আমাকে বাচাও বাচাও করে চিৎকার করবে তখন কি হবে”। আর আছে এই দুঃখে ঐ ব্যাক্তি আত্তহত্যা করে। কি ক্রবেন বলেন। হুম! আপু বুকের পাটা যার আছে আছে তাঁরা ই সমাজ চালাচ্ছে আর যে কয়জন আছে মুখে কুলুপ দিয়ে। এই বিষয়ে আর একটি বাস্তব অন্যের পোস্ট শেয়ার করব আপনার অবহিতির জন্য।
জিসান শা ইকরাম
কোথাও কোনো আলো নেই
পচে নষ্ট হয়ে গিয়েছে সব।
ভালো লেগেছে
শুভকামনা -{@
মোঃ মজিবর রহমান
না ভাই ,
এসিকল ভাঙ্গবে অবশ্যই, কোন না কোনদিন এমন একজন আসবেই এই শিকল ভাঙ্গতে ।
ধন্যবাদ ভাই।
ইলিয়াস মাসুদ
বেশির ভাগ মানুষের-ই সবচেয়ে বড় চাওয়া হলো অন্তত অত্মসম্মান টুকু নিয়ে বেঁচে থাকা
আর সেখান টাতেও যখন সাধারন মানুষ নিরাশ হয় তখুন আর কিছুই থাকে …..
আমি কে জানিস ? এই “আমি” কে যারা ক্ষমতাবান করছে তাদের শুভ বুদ্ধির উদয় হোক …।
আমার সবচেয়ে অপ্রিয় একটা বিষয় নিয়ে লিখেছেন বলে অনেক ধন্যবাদ ভ্রাতা।
মোঃ মজিবর রহমান
এই ক্ষমতাবানরা সমাজে বর্তমানে অতি নিকৃষ্ট কাজ করে সমাজকে নস্ট করে জাচ্ছে।
আর এই বিষয়ে কেউ লিখতেও চাইনা আবার মন্তব্য ও করতে চাই ভাই। প্রতিবাদে বিপদ আসে।
আপনাকে ধন্যবাদ।
আবু খায়ের আনিছ
সর্বাঙ্গে ব্যাথা ঔষধ লাগাবো কোথায়?
মানুষ ক্লান্ত, শত বলেও কারো কর্ণপাত করানো যাচ্ছে না, বারবার বলতে বলতে এক সময় সবাই নিরব হয়ে যাবে।
মোঃ মজিবর রহমান
মমতাজ ম্যাডামের গানের সুরে
“সর্বাঙ্গে ব্যাথা মলম দিবে কোথায়।”
আবু খায়ের আনিছ
শুনি নাই, তবে উনাকে সংসদে দেখে অবাক হই।
নীলাঞ্জনা নীলা
মজিবর ভাই সমাজ বদলাচ্ছে সবাই বলে, আসলে বদলেছে আমাদের চাহিদা। আর চাহিদা পূরণের জন্য অর্থের প্রয়োজন।
আমাদের দেশটা হীরক রাজার দেশই।
মোঃ মজিবর রহমান
হ্যা আপু অরথের প্রয়োজন নিশ্চয় আছে তবে কার জীবন বিপন্ন বা কাউকে আঘাত করে কি?
মোঃ মজিবর রহমান
হ্যা আপু অরথের প্রয়োজন নিশ্চয় আছে তবে কার জীবন বিপন্ন বা কাউকে আঘাত করে কি?
হ্যা দেশে যে উন্নয়ন হচ্ছে না তা বলব না। কিন্তু সাধারন জনতার জীবন, মান, নিরাপত্তা থাকতে হবে ত।
শুন্য শুন্যালয়
উন্নয়নের জোয়ারে সব ভেসে গেছে ভাইয়া, আসলেই ভেসে গেছে। কিছুই আর বাঁকি নেই। ভেতরের পঁচন কেউ দেখেনি, আস্তে আস্তে দূর্গন্ধ তো ছড়াবেই।
মোঃ মজিবর রহমান
অনৈতিক আর অপথেের অধঃপতনের জোয়ারে ভাসছে দেশ।
অপার্থিব
সমস্যা হল রাজনীতি চলে গেছে দুর্বৃত্তদের আন্ডারে। উন্নয়নের সুফলও মূলত ভোগ করে এরা। রাজনীতিকে ব্যবহার করে এরা নিজেদের আখের গুছিয়ে নেয় আর সাধারণ মানুষ দুর্ভোগ পোহায়।
মোঃ মজিবর রহমান
সহমত ব্রাদার। -{@