
শিরায়, উপশিরায়, ধমনীতে প্রবাহিত
পঞ্চান্ন হাজার বর্গমাইল জুড়ে বিস্তৃত
আবরার একটি নদীর নাম ।
এখানে প্রবাহ আছে, গভীরতা আছে
ত্রিশ লক্ষ শহীদের প্রাণ দানের রক্ত আছে
মায়ের হারানো সম্ভ্রম, বোনের মুছে যাওয়া মেহেদি রঙ
প্রিয়তমার শরীরে সাদা থান বেষ্ঠিত
লাল সবুজে উড়ানো স্বপ্ন আছে ।
আবরার একটি নদির নাম
এখানে একটি বাঁক রুদ্ধ হলে
জেগে উঠে লক্ষ কোটি স্বর
গর্জে উঠে উত্তাল তরঙ্গে, প্রতিবাদী কন্ঠে
একাত্মায় মিশে যায়, রাজ পথের মোহনায়
শ্লোগানে শ্লোগানে কম্পিত হয়
ঝরণার গতিধারা, মুক্তির অভিসারে ।
মায়ের চোখের জলে’ বহমান
আবরার একটি নদীর নাম ।
~~~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ১০/১০/১৯
ঢাকা
১৬টি মন্তব্য
নিতাই বাবু
আবরার ফাহাদের মা : আবরার হত্যার বিচার দাবিকারীরা সবাই আমার ছেলে
কামরুল ইসলাম
এক হৃদয়গ্রাহীর শান্তনার বাণী
সুরাইয়া পারভিন
আর যেনো কোনো মায়ের চোখের জলে নদী বয়ে না যায়😰
সুন্দর লিখেছেন
কামরুল ইসলাম
কে দিবে এই নিশ্চয়তা?
নৃ মাসুদ রানা
আহা! কষ্ট।।।
কামরুল ইসলাম
শুধু কষ্টই না, শাষণ ব্যবস্থার লজ্জা
জিসান শা ইকরাম
অনেক ভালো লাগা একটি কবিতা,
সুন্দর হয়েছে।
শুভ কামনা।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও শুভ কামনা
তৌহিদ
কবিতা পড়ে রোমকূপ দাঁড়িয়ে গেলো। সত্যি এ কোন বর্বরতা? এমন অসভ্য সমাজ, শিক্ষা এসব আমরা স্বাধীন গণতান্ত্রিক দেশে চাইনি কখনওই।
ভালো লিখেছেন ভাই।
কামরুল ইসলাম
সর্বোচ্চ বিদ্যাপীঠের যদি এই অবস্থা হয়, তাহলে নিন্মস্তরের আবস্থা চিন্তা করা যায় না,
নতুন প্রজন্ম কি শিক্ষিত তৈরী হচ্ছে, নাকি ঘাতক তৈরী হচ্ছে, সন্দেহ বেড়েই চলেছে ।
ধন্যবাদ, ভাল থাকুন
চাটিগাঁ থেকে বাহার
সেই নদীতে জোয়ার আসুক,
উত্তাল ঢেউয়ের প্রচন্ডতায় সব অন্যায়, অভিচার, খুন, রাহাজানি ধুয়ে মুছে একাকার হয়ে যাক।
কামরুল ইসলাম
হয়ত আপনার ইচ্ছা, স্বপ্ন বাস্তবায়ন হবে, কিন্তু মায়ের শূণ্য বুকে পূর্ণতা আসবে না।
সাবিনা ইয়াসমিন
একদল নদী হত্যায় উম্মত্ত হয়, আরেকদল নদী রক্ষায় নিজেদের বিলিয়ে দেয়। আবরার এর আত্মার শান্তি কামনা করি। আল্লাহ তায়ালা ওকে চিরশান্তির স্থান দিন। আমিন।
সুন্দর, হৃদয়গ্রাহী লেখা লিখেছেন কামরুল ভাই।
শুভ কামনা 🌹🌹
কামরুল ইসলাম
ধন্যবাদ, সুন্দর মন্তব্য করেছেন,
অনেক শুভ কামনা
আরজু মুক্তা
সবাই মিলে একবার বলি ফাঁসি চাই।
কামরুল ইসলাম
ফাঁসি চাই