আবরার একটি নদীর নাম

কামরুল ইসলাম ১৮ অক্টোবর ২০১৯, শুক্রবার, ১০:৪২:৩৮পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য

শিরায়, উপশিরায়, ধমনীতে প্রবাহিত
পঞ্চান্ন হাজার বর্গমাইল জুড়ে বিস্তৃত
আবরার একটি নদীর নাম ।
এখানে প্রবাহ আছে, গভীরতা আছে
ত্রিশ লক্ষ শহীদের প্রাণ দানের রক্ত আছে
মায়ের হারানো সম্ভ্রম, বোনের মুছে যাওয়া মেহেদি রঙ
প্রিয়তমার শরীরে সাদা থান বেষ্ঠিত
লাল সবুজে উড়ানো স্বপ্ন আছে ।

আবরার একটি নদির নাম
এখানে একটি বাঁক রুদ্ধ হলে
জেগে উঠে লক্ষ কোটি স্বর
গর্জে উঠে উত্তাল তরঙ্গে, প্রতিবাদী কন্ঠে
একাত্মায় মিশে যায়, রাজ পথের মোহনায়
শ্লোগানে শ্লোগানে কম্পিত হয়
ঝরণার গতিধারা, মুক্তির অভিসারে ।

মায়ের চোখের জলে’ বহমান
আবরার একটি নদীর নাম ।
~~~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ১০/১০/১৯
ঢাকা

৭১৮জন ৬৩০জন

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ