
বাগানবাড়ির ভূতের লাইব্রেরি ভাঙাচোরা ও শ্রীহীন। তারমধ্য চারদিক জুড়ে অন্ধকার হয়ে আছে গাছগাছালিতে। কয়েকশো বছর পূর্বের বাড়ি কোনরকম দাঁড়িয়ে আছে। এ বাড়িতে মোটেও সংস্কার কাজে হাত দেন নি হরিবাবু।
লাইব্রেরির ভেতর ভূতপ্রেতের কারুকার্যে ভরপুর। এসবের উপর তলানি পড়ে আছে। বইগুলো প্রাচীন বটগাছের কাঠের সিন্ধুকের ভেতর থাকায় কোনকিছু নষ্ট হয়নি।
এ বাগানবাড়ির লাইব্রেরির একপাশে থাকতো যতীন্দ্রনাথ বিশ্বাস। একশত টাকা মাইনে দিয়ে।
বয়স প্রায় ত্রিশ এর কাছাকাছি। তাঁর অবস্থা প্রায় নুন আনতে পান্তা ফুুুরায়। হরিবাবু বড্ড কৃপণ ও কঠিন লোক সাহায্যের হাত পাতলে তাঁর কাছ হতে কোনকিছু পাওয়া দুষ্কর।
বিলের আশপাশ থেকে মাছ মেরে হিন্দুবালাকে এনে দিতো যতীন্দ্রনাথ। এতে হিন্দুবালা কিছু টাকাপয়সা দিলে পেট চলতো কোনক্রমে।
যতীন্দ্রনাথ কখনো ভূতপ্রেত বিশ্বাস করেনা এবং ভয় পায়না। তাই ভূতপ্রেত নেই তার মাথাব্যথাও নেই!
কাকভোরে জমিদার বাড়িতে রওয়ানা দিলো বিনু ও রাঘব। চারদিক জুড়ে বেশ নরম রোদ।
হরিবাবুর নাতি দিঘির পাড়ে বসে দাঁত মাজছে আর নাটাফলের বিচি দিয়ে “এক একে এক’ দু একে দুই” এইভাবে নামতা গুণে গুণে ঢিল ছুড়ছে।
হরিবাবু ও লালমোহন দুজনি জ্বরে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। জলপট্টি , ডাক্তারের ওষুধ ও বাংলা ওষুধ কোনটায় কাজ সারছে না।
অবশেষ হিন্দুবালা যতীন্দ্রনাথকে পাঠালেন বৈদ্য ডেকে আনতে। যতীন্দ্রনাথ হঠাৎ পথে পেয়ে যায় এক সন্ন্যাসী বৈদ্যকে। এ সন্ন্যাসী বৈদ্য নাকি জড়িবুটি দিয়ে থাকেন। আর্জি অনেক, তাই এসবে আর দরকষাকষি না করে যতীন্দ্রনাথ সন্ন্যাসী বৈদ্যকে নিয়ে এলো জমিদার বাড়িতে।
একে একে শুরু হলো বৈদ্যের তন্ত্রমন্ত্রের ঝাড়ফুঁ। গরম গরম খাঁটি সরিষারতৈল ছিটিিয়ে গায়ে মেখে দিচ্ছে সন্ন্যাসী বৈদ্য হরিবাবু ও লালমোহনের গায়ে উপর।
হরিবাবু চিৎকার দিয়ে বলছেন গেলো গেলো সব গেলো গো গিন্নি। আমাকে বাঁচাও। লালমোহন কিছুটা ধৈর্যশক্তি নিয়ে শুয়ে আছে। হরিবাবু যত চিৎকার দেন হিন্দুবালা বৈদ্যেকে বলেন বেশি বেশি করে গায়ে সরিষার গরম তৈল ছিটিয়ে দিতে।
এ যেন মরার উপর কামান দাগ।
বিনু ও রাঘব জমিদার হরিবাবুকে দেখতে আসার পূর্বে সন্ন্যাসী বৈদ্য অনেক টাকাপয়সা নিয়ে পালিয়েছে মিথ্যা ফুঁ ফাঁ দিয়ে। কিছুতেই জ্বর ও মাথা ঘোরানো কমছে না। বিনুর মনে বিশ্বাস হরিবাবুকে ভূত ধরেছে তাই ভূতের ভয়ে এমন হয়েছে।
অবশেষে স্ক্যান করে দেখা গেছে হরিবাবুর স্নায়ুতন্ত্রে একটা গণ্ডগোল হয়েছে। এছাড়া ভূত তাঁর ঘাড়ে চাপা মেরে ধরেছে। ডাক্তার কিছু পথ্য দিয়ে বলেছেন হরিবাবু ও লালমোহন বেশ কয়েকদিন বিশ্রাম নিতে।
বিনু ও রাঘবের কোনও কাজ নেই। সারাদিন ভূতপ্রেত নিয়ে গবেষণা করা। আর ভূতের সর্দার জমিদার হরিবাবুর কাণ্ডকারখানা নিয়ে আলোচনা করা।
আনন্দপুরে আসায় দুজনের লেখা নেই, পড়া নেই, উমেদারি নেই, চাকরি নেই । কাজের মধ্য একটা কাজ বাগানবাড়ির ভূতপ্রেত নিয়ে গবেষণা করা।
আর জমিদারবাড়ির সুস্বাদু খাবার খেয়ে তাদের দিনকাল কাটিয়ে দেওয়া।
ভূত নিয়ে পাড়ায় পাড়ায় চলছে হরেক গণ্ডগোল। জমিদার বাড়ির নাম পাল্টে বসতেছে।
অনেকের মুখে জমিদার হরিবাবুর বাড়ি নাকি ভূতবাড়ি।
১৯টি মন্তব্য
সঞ্জয় মালাকার
বাগানবাড়ির ভূতের লাইব্রেরি ভাঙাচোরা।
পড়ে বেশ ভালো লাগলো দাদা,
ভালো থাকবেন সবসময় শুভকামনা।
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ দাদা,
ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
দাদা ভূতের দেখা কবে পাবো? হরিবাবুর গিন্নীর মনটা ভালো, জমিদার বাড়ির নাম পাল্টে যাচ্ছে ভূতবাড়ি নামে। অপেক্ষায় রইলাম ভূতের। শুভ কামনা রইলো আপনার জন্য
প্রদীপ চক্রবর্তী
নিশ্চয় কয়েকদিনের ভেতর পেয়ে যাবেন।
সাধুবাদ দিদি,
ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
মাহবুবুল আলম
আগের পর্বগুলো পড়া হয়ে ওঠেনি এ পর্বটি ভাল লেগেছে।
‘নুন আনতে পান্তা পোড়ায়’ [ ফুরায় ] , তাঁর [তার] সন্ধুকের [সিন্দুকের] গুনে গুনে [গুণে গুণে] জড়িপাতি [জড়িবুটি] শস্যের [সরিষার] এই বানানগুলো দেখবেন।
প্রদীপ চক্রবর্তী
আমি অত্যন্ত খুশি ভুল ধরিয়ে দেওয়ার জন্য।
আমি ঠিক করে নিচ্ছি এখনি।
সাধুবাদ দাদা।
সুপায়ন বড়ুয়া
ভুততো আজও হয়নি দেখা
অপেক্ষায় রইলাম ভূতের।
শুভ কামনা রইলো আপনার জন্য
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ দাদা,
ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
জিসান শা ইকরাম
হরিবাবু এবার বুঝুক ভুতের ঠেলা। গরম তেলের ছটা গায়ে নিয়ে মজা বুঝুক।
শুভ কামনা।
প্রদীপ চক্রবর্তী
গরম গরম সরিষার তৈল বলে কথা।
সাধুবাদ দাদা,
ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
ফয়জুল মহী
পড়ে বেশ ভালো লাগলো ,
শুভকামনা।
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ দাদা,
ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
শামীম চৌধুরী
বাগান বাড়ি ভুতের বাড়ি নামটা শুনেই ভয়ে ছিলাম। তারপরও ভয়ে ভয়ে পুরা লেখাটা পড়লাম। হাবিবুর রহমানের উচিত শিক্ষা হয়েছে দাদাভাই।
প্রদীপ চক্রবর্তী
একমাঘে শীত যায়না হরিবাবুর সুদিন আসছে!
সাধুবাদ দাদা,
ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
হালিম নজরুল
ভূতের দেখার লোভে অনেকগুলো পড়ে ফেললাম। এটাই লেখকের সার্থকতা।
হালিম নজরুল
ভূত
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ দাদা,
ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
তৌহিদ
হরিবাবু এবার বুঝবে, গরম সর্ষের তেলের কি ঝাঁজ। ভালো থাকুন দাদা।
প্রদীপ চক্রবর্তী
এখন হাড়ে হাড়ে মজা বুজবে হরিবাবু!
সাধুবাদ দাদা।