
কখনও ভেবো না দুঃখ যা আনে
শুধুই তা ক্ষ্যাপা তলাহীনা আনচান,
নিশ্চয় জেনো রসিক তা থেকে
হলেও অন্তে পায়ই স্বস্তির তান।
অবেলায় জমে ঘন কালো মেঘ
কৃষকের বুকে শুধু কি জাগায় ভীতি!
ক্ষণকাল পরে তারই চিন্তনে
ফের দেয় গড়ে তেজী ফসলের গীতি।
তাই বুঝি খুঁজে আঁধারের বুকে
পিয়াসী চকোর জ্যোৎস্নার তরে চান।
বিনাশী প্লাবন তাণ্ডবে এসে
কাড়লেও রোষে পল্লী বাসির থলি,
বিদায়ের কালে ঠিকই দেয় হেসে
তাদেরই জমিতে উর্বরা যতো পলি।
বাদলের ধারা নীরবে সয়েই
বৃক্ষরা শুনে নব পত্রের গান।
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
৬টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
কেমন জানি গীতি কবিতা মনে হলো কবি দা
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত কবি দা।
সুস্থা থাকুন খুব ভালো থাকুন।
মোঃ মজিবর রহমান
সপড়ে গেলাম বোরহান ভাই।
বোরহানুল ইসলাম লিটন
নিরন্তর ধন্যবাদ রইল মজিবর ভাই।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
হালিমা আক্তার
আঁধার আছে বলেই আলোর প্রত্যাশা করি। সব মেঘেই ঝড় আসে না। কোন মেঘ স্বস্তি নিয়ে আসে। শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।