বুকটা ফাটে। তোমার সঙ্গহীন ছোবলে।
ব্যথা হচ্ছে শিরোনামহীন জরিপে
তবুও অদ্ভুত একটি নকশা আঁকো
বলো- তাড়িত ব্যথায় যৌবনের বায়ুচাপ।
.
মস্তিষ্কে সাঁটানো নিয়ম। দিনদুপুরে কেউ।
বয়ঃসন্ধিকালে- প্রেমিক না,বিপ্লবীও হয়।
.
পরিনত বয়সে দেখা, এসো-
রাষ্ট্রের চোরাপথে আঙুল ঢোকানো হয়
ব্যথায় পঠিত- তৈলাক্ত জিভের মহাপুঁথি।
৫৮৮জন
৪৫৫জন
১৪টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
“বুকটা ফাটে। তোমার সঙ্গহীন ছোবলে।
ব্যথা হচ্ছে শিরোনামহীন জরিপে “
আড়ালে আবডালে বন্ধু আমার বিরহে যতনে
কেটে যায় সময় কেমনে গহীনে।
ভাল থাকবেন শুভ কামনা।
নাজমুল হুদা
অনেক ধন্যবাদ দাদা। ভালো থাকবেন সবসময়।
তৌহিদ
এত ক্যারিকেচার দেখে মাথা আউলায় যায় কিন্তু!
নাজমুল হুদা
মাঝে মাঝে আউলাঝাউলা দরকার আছে।
জিসান শা ইকরাম
” রাষ্ট্রের চোরাপথে আঙুল ঢোকানো ” – বাহ, দারুন উপমা তো।
ভালো লেগেছে কবিতা।
শুভ কামনা।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 😍
হালিম নজরুল
শুভকামনা রইল।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 😍
সুপর্ণা ফাল্গুনী
বয়ঃসন্ধিকালে- প্রেমিক না,বিপ্লবীও হয়। এটা খুব ভালো লাগলো। বিরহের প্রহর শেষ হোক । শুভ কামনা রইলো
নাজমুল হুদা
ধন্যবাদ আপু 😍
ফয়জুল মহী
বেশ মন ছুঁয়ে গেল লেখা। ভালোবাসা ও শুভ কামনা।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 😍
আরজু মুক্তা
এখন বিপ্লবী হওয়ার সময়।
কামাল উদ্দিন
কঠিন কবিতা লিখেছেন ভাই…..শুভ কামনা জানবেন।