
আটাশ বছর পর তোমার সবুজায়ন শরীরে
পুনরায় তেতাল্লিশ হাজার স্বপ্নাকাঙ্ক্ষিত যৌবনের জোয়ার।
তুমি নব যৌবনের স্রোতে গা ভাসিয়ে উঠবে
আমাদের সহাবস্থানেরা আসবে দশ বছর পর।
তোমার শরীরে সরগরম হবে মুধুর আমেজের উল্লাস।
আটাশ বছর পর প্রেমপিপাসুরা আবার
সংস্কার দেখবে , অবহেলিত ভালোবাসার মূল্যায়ন খুঁজবে।
একে অপরের আলিঙ্গন হবে আটাশ বছর পর
নব স্বপ্ন সৃষ্টির উন্মুক্ত প্রচারণা হবে বিস্তৃত শরীরে।
আমিও উত্তেজিত হব আটাশ বছর পর
জয়কামের উন্মাদে অভিযোগহীন আমি
তোমার বিস্তৃত শরীরে রঙিন প্রচারণায় চষে বেড়াবো ।
আটাশ বছর পর
মধ্যে দুপুরে আমার জয়কামের উন্মাদ নেশা
তোমার সর্বস্তরের প্রেমিকের উপর নীল বিষের বিস্তার ঘটাবে।
আমি সেদিন তোমাকে আহত করব
তোমার ভিতর স্থগিতাদেশ জারি করব
আটাশ বছর পর তোমাকে সত্যতার ভিত্তিতে অব্যাহতিও দিবো।
তোমার আদর্শ শরীরে-
লকলক করবে তখনও বাক-স্বাধীনতার দুঃস্বপ্ন ।
আটাশ বছর পরেও
তোমার শরীরে চাহিদা সম্পন্ন আটাশের অতীত ঝুলে থাকবে;
আটাশ বছর পর আমি তোমাকে কল্পিতভাবে আহত করবো
তোমাকেই বিষে বিষাক্ত করব আটাশ বছর পর আমি।
নেত্রকোনা, ময়মনসিংহ ।
১৩টি মন্তব্য
জিসান শা ইকরাম
বাপরে কি ভয়ংকর কল্পনা আর ইচ্ছে,
কবিরা কত কিছু ভেবে লিখতে পারে!
ভাল লেগেছে কবিতা,
ছবিটা দেখে কেমন একটা ভয়ের শ্রোত এসে গেলো।
শুভ কামনা।
নাজমুল হুদা
ভয়ংকর স্মৃতি ভয়াবহ ইচ্ছে পোষে। কবিরা শুধু তা ধরে রাখে শব্দে ।
ধন্যবাদ ভাইয়া 😍
তৌহিদ
২৮ বছর পরে এত কিছু? কি আছে এই ২৮ এ? ভালো লিখেছেন নাজমুল।
তবে ছবিটা ভালো লাগেনি। কেমন যেন দৃষ্টিকটু আর গা ঘিনঘিনে।
নাজমুল হুদা
ভাইয়া, ২৮ এখন অতীত, তবে আমার অতীত না।
এ ২৮ ইতিহাস তাতে অনেক কিছু আছে।
ধন্যবাদ ভাইয়া
মনির হোসেন মমি
আমি সেদিন তোমাকে আহত করব
তোমার ভিতর স্থগিতাদেশ জারি করব
আটাশ বছর পর তোমাকে সত্যতার ভিত্তিতে অব্যাহতিও দিবো।
কত শক্ত হুমকি।বরাবরের মত চমৎকার লেখা।শুভ কামনা কবি।
নাজমুল হুদা
হুমকি নয় , ইতিহাস গেঁথে রাখা শব্দ ।আমরাই আগামীর প্রজন্ম ।
ধন্যবাদ ভাইয়া 😍
মনির হোসেন মমি
ঠিক তাই।লিখুন আরো।
রেহানা বীথি
ছবি দেখে শিউরে উঠেছি, কিন্তু কবিতা অসাধারণ।
নাজমুল হুদা
লেখার সাথে ছবির মিল রাখতে গিয়ে এমন শিহরিত ছবি দেওয়া । এটি একটি প্রতীকী কবিতা।
ধন্যবাদ আপু , ভালো থাকবেন সবসময়।
আরজু মুক্তা
স্মৃতিরা কি নির্মম।।২৮ টা স্মৃতি ২৮ বছর।।কবিতা ভালো লাগলো
নাজমুল হুদা
স্মৃতিবিজড়িত ইতিহাস । পলিরোমান্টিক কবিতায় স্মৃতি সীমাহীন।
ধন্যবাদ আপু 😍
সাবিনা ইয়াসমিন
এটা কে যদি আগ্রাসী প্রেম বলি তাহলে কি ভুল হবে? প্রেমের সার্থকতা স্বাধীনতায় হলেও আগ্রাসন থেকে মুক্ত হতে চায়না প্রেমিক যুগল। একজন হয় মুক্ত, বাকিজনের মনে থাকে অদম্য কামনা।
ছবি ছাড়া লেখাটা ভালো হয়েছে। পরিনত সম্পর্কের অনুভব-উপিলব্ধি শৈল্পিক রুপে প্রকাশ পেয়েছে। মানুষের জিহ্বা সাপের চেয়ে কম ভয়ংকর নয়!!
শুভ কামনা নাজমুল, ভালো থেকো। 🌹🌹
নাজমুল হুদা
কবিতা শুধু কবিতা না। কবিতা কখনও কখনও শব্দে দিয়ে ইতিহাস গেঁথে নেয় । আটাশ বছর পর আমি এটিও একটি সময় কে ধারণ করা কবিতা।
আর ছবিটি লেখার সাথে মিল রাখার জন্য বাচাই করেছি।
ধন্যবাদ আপু অনেক সুন্দর মন্তব্যের জন্য ।
আপনিও অনেক অনেক ভালো থাকবেন।