আজ বাবা দিবস

তৌহিদুল ইসলাম ১৭ জুন ২০১৮, রবিবার, ১১:২৩:৩১অপরাহ্ন একান্ত অনুভূতি ১৩ মন্তব্য

আমি যে কোনো সমস্যায় পড়লে তা একজনকে জানালেই আমার আর টেনশনের কিছু থাকতোনা। আমি কিছু বলার আগেই আমার সব সমস্যা জেনে ফেলতেন তিনি। আমাকে মানুষ বানাতে গিয়ে অক্লান্ত পরিশ্রম করেছিলেন যিনি, তিনি আমার বাবা।
বাবা দিবসের শুভেচ্ছা রইলো বাবা। এই কাঁধটায় তোমার হাতের স্পর্শ অনুভব করে আজও ভরসা পাই। প্রতিটা মুহুর্ত ভালোবাসি তোমায়।

বাবাদের দেহ মৃত হলেও তাদের শাসন আর আদরগুলো জীবিত থাকে সবসময়।

পৃথিবীর সকল বাবাকে জানাই বাবা দিবসের শুভেচ্ছা।

৭৫১জন ৭৫১জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ