
আজ আমার এত্তো গুলো মন খারাপ!!!
#যে মহিলা আমার জন্মের পর প্রথম কোলে নিয়ে আদর করছিল! আজ সে বেঁচে নেই, আজ আমার তার জন্য মন খারাপ৷
#যে দোকানে প্রতিদিন চকলেট খেতে যেতাম! বাকিতে মাস শেষে আব্বু হিসাব ছাড়া টাকা দিতেন আজ আমার তার জন্য মন খারাপ৷
#স্কুলের প্রথম বেঞ্চে পাশে বসা সেই মেয়েটি! যার পাশে আর কখনো বসা হয়নি আজ আমার তার জন্য মন খারাপ৷
#নানু বাড়ির সেই কাসেম দোকানদার! যার রকমারি ডাকে আমরা ছুটে যেতাম এক- দু-টাকার আইসক্রিম খেতাম গ্লাসে নিয়ে, আজ আমার তার জন্য মন খারাপ৷
#স্কুল থেকে বাসায় ফেরার পথের সেই আচারওয়ালা মামাটা! আজ আমার তার জন্য মন খারাপ৷
#হাইস্কুলে সামনে গোলাপ হাতে দাঁড়িয়ে থাকা ভালোবাসি বলতে না পারা অবুঝ! সেই ছেলেটা আজ আমার তার জন্য মন খারাপ৷
#গ্রামের পথ ধরে হাঁটতে গিয়ে পিচলে পড়া! কাঁদা মাখা আমার কান্না জড়ানো মুখটা দেখে, খিলখিলিয়ে হাসতে থাকা গ্রাম্য সেই সহজ সরল ছেলেটা। আজ আমার তার জন্য মন খারাপ৷
#কলেজের প্রথম দিন তাকে দেখলাম নীল ট্রি সার্ট পড়ে! দাঁড়িয়ে ছিলো ইউনিভার্সিটির বারান্দায় কিছু বলবে বলে। ৪বছরে আমার অপেক্ষার হলো শেষ তবু হয়নি বলা তার ভালোবাসি। আজ আমার তার জন্যও মন খারাপ৷
#পত্রিকাওয়ালা যে আমার হাতে খবরের কাগজা টা তুলে দিতে পারায়! বিশ্বজয়ের আনন্দ পেত! আজ আমার তার জন্য মন খারাপ৷
#বন্ধুর বিয়েতে প্রথম শাড়ি পড়া! তার চোখের চাহনিতে নিজেকে হারিয়ে ফেলা। কিছুটা নিরবতায় প্রথম দেখা ভালো লাগায় হাজার স্বপ্নের জাল বুনা! আজ আমার তার জন্য মন খারাপ৷
#চাকরি জীবনের প্রথম যে স্যারটা! সারাক্ষন খুনশুটিতে মাতিয়ে রাখতো আমাকে সহ পুরা অফিস কর্মস্থল! আজ আমার তার জন্য মন খারাপ৷
#ফ্রেন্ডলিস্টে ঝুলে থাকা সেই ছেলেটা! যার মৃত্যুর পর আমি তার রিকোয়েস্ট একসেপ্ট করছিলাম। আর কেঁদেছিলাম চিৎকার করে! আজ আমার তার জন্য মন খারাপ৷
#আমার অসুস্থতায় হাসপাতালে সেবা দানকারী ওই নার্স! আজ আমার তার জন্য মন খারাপ৷
#প্রতিদিন মেসেজ্ঞারে যার প্রথম শুভ কামনা থাকতো আমার জন্য! আজ তাকে হাজার হাজার মানুষ শুভেচ্ছা জানায়, আমি নেই সেখানে। আজ আমার তার জন্য মন খারাপ।
#ক্লিনিকে অপারেশন! আমি ওটিতে আব্বু আম্মুকে আমার পাশে চাই। তখন ডাক্তার নামের একজন ফেরেস্তা! আমার সব ভয় দূর করে ভরসার দুটি হাত আমার মাথায় হাত রেখে বলছিল পাগলি আমি আছি তো! ভয় নেই, আজ আমার তার জন্য মন খারাপ
#আমাকে বিয়ে করার জন্য! অপেক্ষায় থাকা সব গুলো ছেলে যারা বার বার আমার বাবার দুয়ারে দাঁড়িয়েছে। বিয়ে দেয়নি আজ আমার তাদের জন্য মন খারাপ৷
#আব্বুর অফিসের সেই পিয়ন! যে তার নিজের টাকায় আমাকে চকলেট,কেক,বিস্কুট কিনে দিত, আজ আমার তার জন্য মন খারাপ৷
#ইউভার্সিটির জীবন শেষ করে ফেরার সময়! প্রিয় স্যার,প্রিয় সহপাঠি,প্রিয় শিক্ষাঙ্গন আঙ্গিনার সব কিছুর জন্য আজ আমার তার জন্য মন খারাপ
#রাস্তার পাশের সেই ফুল বিক্রেতা! যার ফুল আমি না কিনলে, তার ব্যবসা সফলতা আসতো না তার বিশ্বাস, আজ আমার তার জন্য মন খারাপ৷
#আমার মনের না বলা হাজারো কথার ফুলঝুরি! যা কাউকে বলবো ভেবে রেখেছিলাম। কিন্তু যোগ্য মনের মতো মনের অভাবে হয়নি বলা সে কথা, আজ আমার তার জন্য মন খারাপ৷
#আমার এত্তো গুলো মন খারাপের মাঝেও আমি খুব খুশি,আমি খুব সুখি, কারন দিন শেষে আমি আমার বাবা মায়ের রাজকন্যা!
আলিফ।
৩১টি মন্তব্য
মাহবুবুল আলম
নস্টালজিক লেখা। পড়ে পড়ে আমারও মন খারাপ হয়ে গেল।
ভাল লেগেছে। শুভেচ্ছা জানবেন।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল ভাইয়া
একান্ত কিছু মন খারাপ! একান্ত কিছু অনুভূতি প্রত্যেকটা মানুষের মাঝে থাকে, এগুলো সাময়িক দিনশেষে সব ঠিক হয়ে যায়।
ভালো লাগা,মন খারাপ গুলোকে আমরা পিচনে ফেলে এগিয়ে যাই! কিন্তু জীবনে কোন এক বাঁকে! এগুলো আমাদের মনের খোরাক জোগায়।
অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য, আমাদের সবার মন খারাপ গুলো মন ভালো থাকায় পরিণত হওক।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
সাবধানে থাকুন, নিরাপদে থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
এক এক করে ছোট পরিসরে সবাইকে নিয়ে আসলেন। স্মৃতি এমনি যে কখনো কখনো সে মনের অগোচরে ধরা দিবেই আর আমাদের নস্টালজিক করে দিবে। খুব ভালো লাগলো। ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময়
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও ভালোবাসা রইল দিদি ভাই।
মানুষ হারিয়ে যায়! সময়ের সাথে আমরা অনেক কিছু ভুলে যাই।
কিন্তু কিছু ভালো লাগার মুহূর্ত,স্মৃতি তা কখনো ভুলা যায় না, আমাদের জীবনে থেকে যায়।
আপু সুন্দর মতামতে মনটা ভালো হয়ে গেল, দোয়া করবেন।
অনেক ভালো থাকবেন, শুভ কামনা রইল দিদি ভাই।
সুপর্ণা ফাল্গুনী
অবশ্যই দোয়া করি। ভালো থাকবেন সবাইকে নিয়ে নিরাপদে থাকবেন। আমার জন্য ও দোয়া করবেন
সুরাইয়া নার্গিস
ভালো থাকবেন।
দোয়া রইল দিদি ভাই।
সাবিনা ইয়াসমিন
মনের দ্বার হঠাৎ করে খুলে যায় কখনো কখনো। তখন হুরমুর করে স্মৃতিরা বের হয়ে আসে। সুখ-দুঃখের স্মৃতি গুলো আমাদের মন খারাপ করে দেয়, হারিয়ে যাওয়া দিন আর ফিরে আসে না। মনটা খারাপ হয় এই কারনেই। আবার দিনশেষে বর্তমান প্রাপ্তিগুলো আমাদের মন ভরিয়ে তোলে খুশিতে। মা, বাবার ভালবাসার কাছে অন্যসব প্রাপ্তি তুচ্ছ মনে হয়।
খুব ভালো লাগলো লেখাটি।
এভাবেই মা,বাবার রাজকন্যা- চোখের মণি হয়ে থাকুন,
শুভ কামনা রইলো 🌹🌹
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল আপু।
চমৎকার মন্তব্য করলেন, হৃদয় ছুঁয়ে গেল!
একান্ত কিছু মন খারাপ! একান্ত কিছু অনুভূতি প্রত্যেকটা মানুষের মাঝে থাকে, এগুলো সাময়িক দিনশেষে সব ঠিক হয়ে যায়।
ভালো লাগা,মন খারাপ গুলোকে আমরা পিচনে ফেলে এগিয়ে যাই! কিন্তু জীবনে কোন এক বাঁকে! এগুলো আমাদের মনের খোরাক জোগায়।
অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য, আমাদের সবার মন খারাপ গুলো মন ভালো থাকায় পরিণত হওক।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
সাবধানে থাকুন, নিরাপদে থাকুন।
সাবিনা ইয়াসমিন
দোয়া ও শুভেচ্ছা আপনাকেও। ধারাবাহিক লেখাগুলোর ফাঁকে ফাঁকে এভাবে আরও কিছু লেখা দিন। যেগুলো পড়ে আমাদের মত ফাঁকিবাজ পাঠকেরা পড়ে কিছু মতামত রাখতে পারবো।
সুরাইয়া নার্গিস
অবশ্যই আপু মাঝে মাঝে লিখবো।
ভালো থাকুন, সাবধানে থাকবেন।
ফয়জুল মহী
ভালো লেখা। সবাইকে যেন সুস্থ রাখে আল্লাহ ।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও ভালোবাসা রইল ভাইয়া।
সুন্দর মতামতে উৎসাহ্ পেলাম, সব সময় এভাবে উৎসাহ্ দিয়ে পাশে থাকুন।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
শুভ কামনা রইল আপনার জন্য।
সুপায়ন বড়ুয়া
মানুষ যখন স্মৃতি কাতরতায় ভোগে
মনটা বড় উদার হয়ে যায়
হাজার স্মৃতির ভিরে
সব খুঁজে ফিরে আনন্দ বেদনায়।
শুভ কামনা।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও ভালোবাসা রইল দাদা।
স্মৃতি মানুষকে কখনো হাসায়! কখনো কাঁদায়! তবু ভালো লাগে পুরনো জীবনে ফিরে যেতে।
স্মৃতি মানুষকে বাঁচিয়ে রাখে আনন্দ দিয়ে,আশা, ভালোবাসা দিয়ে।
ভালো থাকুন, সুস্থ থাকুন দাদা।
অনেক অনেক শুভ কামনা রইল সব সময়ের জন্য।
সুরাইয়া পারভীন
কখনো কখনো স্মৃতি রোমন্থনে মন খারাপ হয় বৈকি। তবে তা ক্ষণিকের জন্য। এই ক্ষণিকের মন খারাপ বিসর্জন দিয়ে আবার হাসি মুখে সামনে এগিয়ে যেতে হয়। এটাই বোধহয় জীবনের ধর্ম।
দিন শেষে বাবা মায়ের রাজকন্যার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। ভালো থাকুন সুস্থ থাকুন
সুরাইয়া নার্গিস
অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল আপু।
স্মৃতি হয়ত সাময়িক মন খারাপ করে দেয় তার পরে আবার হাসায়।
মন খারাপকে পিচনে ফেলে এগিয়ে যাওয়ার নামেই জীবন সুন্দর কথা বলছেন আপু।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
শুভ কামনা রইল আপনার জন্য।
ছাইরাছ হেলাল
এত্তোগুলা মন-খারাপ কী করে মনে রাখে, কোন মনের কোনে লুকিয়ে থেকে ও
রাজকন্য থাকা যায় কে জানে।
স্মৃতিচারণের ছলে সুন্দর লেখা।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও ভালোবাসা রইল ভাইয়া।
হা হা হা হা ভাইয়া মন খারাপ গুলোকে মনে রাখতে হয় না, মাঝে মাঝে স্মৃতিতে ভেসে উঠে।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
শুভ কামনা রইল আপনার জন্য।
নাজমুল হুদা
হাজার স্মৃতির উৎসদাতাদের অস্পর্শহীনতায় আজ আমাদেরও মন খারাপ। শত শত স্মৃতির পাতায় চোখ পড়লেই আমাদেরও মন খারাপ।
যেন মন খারাপের ব্রেকিং নিউজ। ধন্যবাদ।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও ভালোবাসা রইল ভাইয়া।
খুব ভালো বলছেন “মন খারাপের ব্রেকিং নিউজ” সত্যি বলতে কিছু স্মৃতি মাঝে মাঝে মনকে নাড়িয়ে দেয়।
তারপরও দিন শেষে আমরা সব ভুলে যাই নতুন ভাবে নিজেকে শুরু করি।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
শুভ কামনা রইল আপনার জন্য ভাইয়া।
কামাল উদ্দিন
এতোগুলো মন খারাপের পরও দিন শেষে রাজকন্যের খুশি থাকাটাই ভালো খবর।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও ভালোবাসা রইল ভাইয়া।
আলহামদুলিল্লাহ্ রাজকন্যা সব সময় হাসি,খুশি থাকতে ভালোবাসে।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
শুভ কামনা রইল আপনার জন্য ভাইয়া।
কামাল উদ্দিন
হাসি খুশি থাকলে দুঃখ এমনিতেই দৌড়ে পালায় আপু
সুরাইয়া নার্গিস
স্বাগতম।
জিসান শা ইকরাম
এত মন খারাপ মনে রাখে কিভাবে মানুষ!
মন খারাপ ভালো হয়ে যায় বাব মা এর আদর, স্নেহে।
ভালো থাকুন,
শুভ কামনা।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও ভালোবাসা রইল ভাইয়া।
হা হা হা হা ভাইয়া মন খারাপ গুলোকে মনে রাখতে হয় না, মাঝে মাঝে স্মৃতিতে ভেসে উঠে। তবে বাবা, মা, ভাই,বোন সবার ভালোবাসায় সব মন খারাপ ভালো হয়ে যায় রাজকন্যার।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
শুভ কামনা রইল আপনার জন্য।
হালিম নজরুল
স্মৃতি মানুষকে কষ্টই বেশি দেয়
সুরাইয়া নার্গিস
অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল ভাইয়া।
স্মৃতি হয়ত সাময়িক মন খারাপ করে দেয় তার পরে আবার হাসায়।
মন খারাপকে পিচনে ফেলে এগিয়ে যাওয়ার নামেই জীবন।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
শুভ কামনা রইল আপনার জন্য।
তৌহিদ
কত কত স্মৃতি আমার নিজেরই মনে পড়ে গেলো আপনার লেখা পড়ে। ভালো লিখেছেন আপু।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও ভালোবাসা রইল ভাইয়া।
জীবনে ঘটে যাওয়া বিষয় গুলো মাঝে মাঝে মনে করি ভাইয়া।
তাতে করে মনের নতুন,পুরাতন হয় এই আর কি! কষ্ট গুলো, ভলো লাগা গুলো মনে একটু হাসতে পারা।
ভালো থাকুন, শুভ কামনা রইল ভাইয়া।
তৌহিদ
এটাই উত্তম কাজ। ভালো থাকুন আপু।