আজও আমি বোধির@ এজহারুল
আদি অন্তেই উনি ই আমার বাবা,
কারন উনি ই প্রথম একটানে
অন্তর্বাস খুলে ,
মায়ের মুখ চেপে ,
মায়ের সতীচ্ছদ ফাটিয়েছে!
অন্ধকারের শিউলির জন্য,
গ্রীষ্মের তাপ দগ্ধ ক্ষরা আমার বুক,
কেন এতো যন্ত্রনা পাই,
বাবা বোঝে না!
শুধু বলে তুই চরিত্রহীন!
আমার বুক ফাটে!
মায়ের সেই কাল রাতের
আমার মায়ের বয়ে চলা রক্তের সঙ্গে,
চোখ থেকে,
ফোটা ফোটা ঝরে পড়া
‘কবিতা’
বাবা বোঝেনি!
তাই আর আমার
আর মুখ ফোটে না!
মায়ের মতোই ,
আজ ও আমি বোধির!
শুধু আমার বুকের ‘থর’ এ
বালির কোনায় কোনায় আমার মায়ের
‘কবিতা’ বিছিয়ে দিয়েছি..
আফগান আফিং -হিমালয়ান গাজার
নেশা গ্রস্থ পিতার,
আজ আমি দুই চোখের বিষ!
@ Home
Date- 08/10/2012
Time-1:50pm
৭টি মন্তব্য
ছাইরাছ হেলাল
নেশা গ্রস্থ পিতার দুচোখের বিষ! হয়েও মাকে ভালবাসছেন – দেখতে ভালই লাগে ।
লিখবেন নিয়মিতই ।
বনলতা সেন
কবিতায় স্পষ্ট ঘৃণা । একে শক্তিতে রূপান্তরিত করুন ভাইয়া।
জিসান শা ইকরাম
ভালো লেগেছে কবিতা ।
সোনেলায় স্বাগতম।
আপনার প্রফাইলে গিয়ে , প্রফাইল সংশোধন করে ইচ্ছে হলে বাংলায় আপনার নাম লিখতে পারেন।
কি নামে ব্লগ লিখতে চান , সেটা বাংলায় লিখুন।
জবরুল আলম সুমন
সোনেলায় স্বাগতম এজহারুল ভাই… আপনার কবিতা সব সময়ই ভালো লাগে, আপনার এ কবিতায় ভালো লাগার পাশা পাশি বিষাক্ততায়ও ভরে উঠলো মন, প্রাণ, ভাবনা…
Ajharul H Shaikh
lekhati obossoi dimatrik vabonai lekha. Dhormer nam kore ekdike desh ke ar ek dike somaj ke nasTo korchhe tader jonno eta DICTION.
শাদমান সাকিব
পড়লাম কিন্তু কবিতা বুঝি না ।
সুরাইয়া পারভীন
ঘৃণা ঘৃণা
দুচোখে শুধু
ঘৃণা ঝরছে অবিরত
অপ্রিয় সত্যি উঠে এসেছে কবিতায়। ভালো লিখেছেন