
পুষ্টিসমৃদ্ধ বাংলাদেশ
আমার দেখা এই নতুন সভ্যতার পতন কোথায়;
জানেন গল্প বলি–
মধ্যবয়স্কা চাঁদ উঠে আঙিনায়। আলোকিত ধনুকে জীবন শিখে সদ্য যৌবন মুখস্থ আমার পুরুষ। না আলো,না অন্ধকার- চাঁদের ঢেকে রাখা অঙ্গীকার।
কেন বলছি জানেন–
প্রথম গন্তব্য, প্রথম আলো নিভে গেলে কাপুরুষের বৈধ চেহারায়।একাকীত্বের থাবা সামলাতে শপথ নিলে দেহ পাড়ার বণিকের মতো। যৌবন মুখস্থ পুরুষ গিলে চাঁদের কলঙ্ক।
শুনবেন, একদিন শেষপ্রান্তে–
সভ্যতার স্তরে লাঙ্গল চালায় অসভ্যতার নগ্ন চাষী
প্রজন্মের দেহে গন্ধ ফুটে- কে নৈতিকতার সর্বনাশী?
নেত্রকোনা, ময়মনসিংহ।
২১টি মন্তব্য
সুরাইয়া পারভিন
মধ্যবয়স্কা চাঁদ উঠে আঙিনায়। আলোকিত ধনুকে জীবন শিখে সদ্য যৌবন মুখস্থ আমার পুরুষ। না আলো,না অন্ধকার- চাঁদের ঢেকে রাখা অঙ্গীকার।
অনবদ্য উপস্থাপন
নাজমুল হুদা
অফুরন্ত ধন্যবাদ আপু
ভালোবাসা নিবেন💕
নিতাই বাবু
সমাজের বাস্তবতা! কবিকে শুভেচ্ছা।
নাজমুল হুদা
অফুরন্ত ধন্যবাদ দাদাভাই 💕
আরজু মুক্তা
অভিনন্দন হাফ সেঞ্চুরীর।
শুভকামনা
নাজমুল হুদা
আপু,অগ্রীম অভিনন্দন আপনাকেও।
আর দুইটা পোস্ট দিলে আপনিও হাফ সেঞ্চুরির রেকর্ড গড়বেন ৭ মাস অল্প কিছুদিন বেশি নিয়ে।
বন্যা লিপি
অভিনন্দন ছোট ভাই। অর্ধশত পোস্টের জন্য।
অনবদ্য লেখনী তোমার।
নাজমুল হুদা
ধন্যবাদ বড় আপু 💕
জিসান শা ইকরাম
হাফ সেঞ্চুরী পোস্ট এর জন্য শুভেচ্ছা ও অভিনন্দন।
দ্রুত সেঞ্চুরী চাই,
শুভ কামনা।
নাজমুল হুদা
সেঞ্চুরি অবশ্যই করবো ভাইয়া 💕
আমার মতো দ্রুততম হাফ সেঞ্চুরির আর কেউ করে নাই মনে হয় 💕
জিসান শা ইকরাম
তুমিই দ্রুততম হাফ সেঞ্চুরিয়ান 🙂
নাজমুল হুদা
আমি গর্বিত । নতুন ধাঁচের লেখা নিয়ে আসবো এখন সোনেলায়, ইনশাআল্লাহ।
এস.জেড বাবু
চমৎকার লিখা- ভিন্নতায় প্রকাশনা।
অভিনন্দন হাফ সেঞ্চুরির জন্য।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 💕
এস.জেড বাবু
আপনার একটা চমৎকার গুণ
তা হলো- নিত্য নতুন শব্দের অলংকারে উপমা।
বেশ ভাল লাগে
নাজমুল হুদা
দোয়া করবেন ভাইয়া 💕
এই ধারাবাহিকতা যেন বজায় থাকে ।
মনির হোসেন মমি
কবিতায় হাফ সেঞ্চুরীর অভিনন্দন।
আঙিনায় মধ্য বয়স্ক চাদ….
অন্য রকম শব্দ চয়ণ।
শুভ কামনা রইল ১০০তম এর জন্য।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 💕
সঞ্জয় মালাকার
শুনবেন, একদিন শেষপ্রান্তে–
সভ্যতার স্তরে লাঙ্গল চালায় অসভ্যতার নগ্ন চাষী
প্রজন্মের দেহে গন্ধ ফুটে- কে নৈতিকতার সর্বনাশী?
সমাজের বাস্তবতা, শুভ কামনা।
নাজমুল হুদা
ধন্যবাদ জানাই দাদাভাই
সঞ্জয় মালাকার
আপনাকেও ধন্যবাদ ও বিজয়ের সোনালী শুভেচ্ছা রইলো।