আঙিনায় মধ্যবয়স্কা চাঁদ

নাজমুল হুদা ২৫ নভেম্বর ২০১৯, সোমবার, ০৭:০০:০৬অপরাহ্ন কবিতা ২১ মন্তব্য

পুষ্টিসমৃদ্ধ বাংলাদেশ
আমার দেখা এই নতুন সভ্যতার পতন কোথায়;

জানেন গল্প বলি–
মধ্যবয়স্কা চাঁদ উঠে আঙিনায়। আলোকিত ধনুকে জীবন শিখে সদ্য যৌবন মুখস্থ আমার পুরুষ। না আলো,না অন্ধকার- চাঁদের ঢেকে রাখা অঙ্গীকার।

কেন বলছি জানেন–
প্রথম গন্তব্য, প্রথম আলো নিভে গেলে কাপুরুষের বৈধ চেহারায়।একাকীত্বের থাবা সামলাতে শপথ নিলে দেহ পাড়ার বণিকের মতো। যৌবন মুখস্থ পুরুষ গিলে চাঁদের কলঙ্ক।

শুনবেন, একদিন শেষপ্রান্তে–
সভ্যতার স্তরে লাঙ্গল চালায় অসভ্যতার নগ্ন চাষী
প্রজন্মের দেহে গন্ধ ফুটে- কে নৈতিকতার সর্বনাশী?

নেত্রকোনা, ময়মনসিংহ।

৭১৪জন ৫৫০জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ