
বালিকা,
তুমি আমার নদী হবে?
যাবো নিবিড় আলিঙ্গনে ধন্য হয়ে।
তরী ভেসে যাবে অজানা গন্তব্যের পথে।
বালিকা,
তুমি আমার শিশির বিন্দু হবে?
মিশে যাবো ভোরের সূর্যকিরণে।
ঘাসফড়িং ডাকপিয়নের খবর দেবে।
বালিকা,
তুমি আমার মধ্যাহ্ন হবে?
বিলীন হবো রোদ সূর্যের প্রেমাবেগে।
তপ্ত দুপুরে মরমরে পাতায় সংসার পাতবো।
বালিকা,
তুমি আমার বিকেল হবে?
নদীর তীরে কাশফুলের সন্ধ্যে নামবে।
তুমি-আমি খালি পায়ে ডুবডুবি খেলব।
বালিকা,
তুমি আমার সন্ধ্যে হবে?
সন্ধ্যে সূর্য স্নানের বাসর হবে।
চাঁদের পাহারায় দিনরাত্রির মিলন হবে।
বালিকা,
তুমি আমার রাত্রি হবে?
জোনাকিগুলি রাতের তৃতীয় পর্ব সাজাবে।
তুমি-আমি, আমি-তুমি দেহ শূন্য নগ্ন উঠান।
ছবিঃ সংগৃহীত
১৮টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
বাহ্, বাহ্! বালিকা তো ধন্য হয়ে যাবে। প্রহরের বর্ণনাগুলো সুন্দর হয়েছে। শুভ কামনা রইলো
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয়কবিবর
সুপায়ন বড়ুয়া
“বালিকা,
তুমি আমার নদী হবে?
যাবো নিবিড় আলিঙ্গনে ধন্য হয়ে।
তরী ভেসে যাবে অজানা গন্তব্যের পথে। “
বালক তুমি সাগর হবে ?
সব নদীরা আসবে মিশে
স্রোতের মাঝে বিলীন হবে।
বুকের মাঝে খেলবে শেষে।
ভালো লাগলো। শুভ কামনা।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ জানাই
হিমেল কবি(সাহিত্য সন্তান)
ঘুম ভাঙেনি (নাম কবিতা)
ঘুম ভাঙে নি
আমাদের কিংবা শিশুদের
এখনি উঠোনে শিস দিয়ে যাবে দোয়েল,
কখোনো কোথাও
কেউ হাত রেখেছিলো বৈঠায়
তারো চেয়ে -আরো অনেক আগে।
আমরা জেনেছি,
সত্য সে সুন্দর,স্বপনের মতোন;
চাষার স্বপ্নের কাছে হেরে যায় চাতক!
হেরিংগাল শাবক,
কিম্বা কাঁদাখোঁচা পাখির মতোন,
দেখিয়াছি আমি তার দুঃস্থতার পাতক।
নৃ মাসুদ রানা
বাহ! দারুণ তো।
হিমেল কবি(সাহিত্য সন্তান)
ধন্যবাদ৷
ফয়জুল মহী
দারুণ অনুভুতি ,বেশ ভালো লাগলো ।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ
সুরাইয়া পারভীন
বাহ্ দারুণ!
বালিকার সাধ্য কোথায়
এমন আহ্বান অস্বীকার করে?
নৃ মাসুদ রানা
এমন বালিকা খুঁজে পাওয়া মুশকিল।
জাকিয়া জেসমিন যূথী
ইস, কত কত সুধামাখা কথামালা… এ কবিতা পাঠে বালিকা তো প্রেমাতুর হয়ে উঠবে। ভীষণ সুন্দর কবির আবেগ।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ কবিবর
মনির হোসেন মমি
চমৎকার ইচ্ছে ব্যাক্ত কবিতা। খুব ভাল লাগল প্রিয়।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ
সঞ্জয় মালাকার
বালিকা,
তুমি আমার নদী হবে?
যাবো নিবিড় আলিঙ্গনে ধন্য হয়ে।
তরী ভেসে যাবে অজানা গন্তব্যের পথে।
বালিকা,
তুমি আমার শিশির বিন্দু হবে?
মিশে যাবো ভোরের সূর্যকিরণে।
ঘাসফড়িং ডাকপিয়নের খবর দেবে।
বালিকা,
অসাধারণ লেখা দাদা পড়ে ভালো লাগলো খুব,
আপনার জন্য অনেক অনেক শুভ কামনা🌹🌹
দালান জাহান
উর্বর অনুভূতি
নৃ মাসুদ রানা
ধন্যবাদ