হামিদ আংকেল বাজার থেকে বিশাল আকারের এক গরু কিনে রাস্তা দিয়ে আসছেন। আমাকে দেখেই ইশারা করে বললেন কত হতে পারে বলো তো? আমি বিব্রত হয়ে তাকিয়ে অাছি! আমি বলার আগেই উনি বলে উঠলেন পুরো ৭০ হাজার টাকা।
আমি হেসে দিয়ে বললাম আংকেল আপনার মা জানি কোন বৃদ্ধশ্রমে থাকেন? মুহূর্তে উনার মুখটা কালো হয়ে গেল!
রফিক মামা গরু কেনার জন্য প্লেনিং করছেন! আমার কাছে এসে জানতে চাইলেন আমরা কুরবানি দিব কি না? আমি মুচকি হেসে বললাম নাহ মামা এবার কুরবানি দিব নাহ! অনেক সমস্যায় অাছি। উনি হুহু করে হেসে দিয়ে বলেন সারা জীবনই তোমাদের সমস্যা থাকবে। অথচ গতকিছুদিন আগেও সুদের টাকা জন্য একলোক’কে এলোপাতারি মেরেছিলেন!
লিপি আন্টির বাসায় যেতেই উনি হেসে দিয়ে বললেন ঈদের দিন কিন্তুু আমাদের বাসায় আসতে হবে। তোমার আংকেল এক লাখ টাকা দিয়ে গরু কিনছে! এসব কি একা একা খাওয়া যায়? অথচ উনার স্বামী ঘুষ নেয়ার অপরাধে এক মাস আগেও অনেকদিন জেল কেটেছিল!
কি অদ্ভুত অামাদের কুরবানি! মাকে বৃদ্ধাশ্রমে রেখে, সুদের টাকার জন্য ঝগড়া করে! ঘুষ নেওয়ার অপরাধে জেলে গিয়ে! এসবকিছুর পরও অামরা বড় বড় গরু কুরবানি করি! কাদের টাকায় এসব করছি? মাকে বৃদ্ধাশ্রমে রেখে এককোটি টাকার গরু কুরবানি দিলেও অাল্লাহ্ দরবারে তা কবুল হবে নাহ! সুদ খেয়ে ঘুষ খেয়ে সারা গ্রাম দাওয়াত করে কুরবানি দিলেও তা অাল্লাহ্ কবুল করবেন নাহ। এখনো সময় অাছে সঠিক পথে টাকা উপার্জন করুন। যদি পারেন সৎ পথে টাকা রোজগার করে কুরবানি করুক। অসৎ পথের টাকা দিয়ে কুরবানি দেয়া আর না দেয়া একই কথা। তাই আসুন সৎ পথে চলি, সঠিক টাকার কুরবানি করি!
১০টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
সহমত ভাই
শামীম চৌধুরী
কুরবানী কবুলের প্রথম শর্ত হালাল রুজি দিয়ে পশু ক্রয়।
মনির হোসেন মমি
সহমত ভাইয়া। কোরবানী তার উপরই ফরজ যার হালাল টাকা আছে।এ হিসাব করতে গেলে অধিকাংশই অনেকের কোরবানীই কবুল হবে না।যাক তবুও সবার কোরবানীউ কবুল হউক এই কামনা।
জাহিদ হাসান শিশির
সহমত
আরজু মুক্তা
কোরবানি শব্দটা এখন মহিমা হারিয়েছে।
তৌহিদ
সবার বিবেক জাগ্রত হোক। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন।
ঈদের শুভেচ্ছা রইলো ভাই।
ইঞ্জা
একদম উচিত বলেছেন ভাই, সম্পূর্ণ একমত।
সাবিনা ইয়াসমিন
এখন কোরবানি নিয়ে যা ঘটে, খুবই লজ্জাজনক। কোরবানির নামে রিতিমত প্রতিযোগিতা হয়। কে কত বেশি দাম দিয়ে গরু কিনবে এটা নিয়ে। আবার সঠিক নিয়মে মাংস ভাগ করার সময়ে এরাই নিরব হয়ে থাকে। তখন ভুলে যায় কোরবানির আসল কারন কি ছিলো।
আল্লাহ তায়ালা আমাদের হেদায়েত দান করুন। আপনিও ভালো থাকুন। শুভ কামনা, ঈদ মুবারক 🌹🌹
শাহরিন
আল্লাহই জানেন তিনি কার কোরবানি কবুল করবেন। শুধু কোরবানি নয় সব কিছুই হালাল টাকায় করা উচিৎ। ধন্যবাদ।
চাটিগাঁ থেকে বাহার
কোরবানী মানে ত্যাগ। আর এই ত্যাগ করতে হয় হালাল ইনকামের টাকা দিয়ে।
অন্যথায় কোরবানী হয় না। হয়ে ফোটানী!
ভালো লিখেছেন।