শীর্ণঠোঁট অধীর আগ্রহে অপেক্ষমান
পুরুঠোঁটের উঞ্চতর লাবণ্যে,
আয়তলোচন চোখের গভীরে ভাসে
ফেনিল সমুদ্রের প্রবল জোয়ার প্লাবণ্যে।
দীঘল কালো-কেশ কটিদেশ বেয়ে
ঢেউ খেলে যায় পরিচ্ছন্ন,
প্রেমিক কোন পাগল প্রায় ছোটে
অদম্য নেশায় প্রেমাচ্ছন্ন।
কৃঞ্চ ভ্রূযুগল চেয়ে দেখে সুদূর আকাশের তারা,
তারাগুলো নিবিড় নিবিষ্ট ধ্যানমগ্নচাঁদ কে দেয় পাহারা,
স্বপ্নের সমারোহে সবুজ বৃক্ষরাজিতেচির পত্রপল্লবে
জেগেওঠে সাহারা।
চিবুকে হাত বুলিয়ে আলতো আদর করে
উষ্ণঘন স্নিগ্ধতায় দূর করি অনন্তের
পিপাসার্ত হৃদয় জ্বালা,
শতরঞ্জির বিছানো পালংঙ্কে আসন পেতে
অলীক স্পর্শের অনুভূতিতে
অলংকৃত করে আছ রূপমহলের থালা।
আলোর অজ্ঞাতে আঁধার রাতেও অহর্নিশি
বেজে ওঠে প্রেমানন্দ্রের ঐশী বাঁশি!
সহস্রাব্দের চুম্বনে ভালোবাসার শীর্ষোঞ্চে
লাবণ্যের ঈন্দ্রলাল ঘ্রাণ মাখে সুভাষী,
সমৃণ পাহাড়ের উপত্যাক্যায় ঝর্ণা প্রবাহে
আনত তুমি খুলে আছো নির্লিপ্ত দু’আঁখি!
ঢালের অলক্ষ্যেই পাখির ছানার মতো
আধার ঠোঁটে অন্তিম সুখ লুকিয়ে রাখি!
কোন এক আরণ্যক গূহার ভেতর
এক অলীক আগুনের ফুলকি স্পর্শ করি,
যুঁথিবদ্ধ ভাঁজে উত্তাপের অগ্নি-আঁচ
স্ফটিক-সদৃশ মিহিদানা-সুখ ছোট্ট শিশিতে ভরি।
—মোনাব্বার মোনায়েম
১৭টি মন্তব্য
জিসান শা ইকরাম
স্বাগতম সোনেলায়।
প্রফাইলে একটি ছবি ছবি দিন।
প্রফাইল হালনাগাদ এ ক্লিক করে, ছবি নির্বাচন করুন। এরপর হালনাগাদ এ ক্লিক করুন।
নিয়মিত লিখুন, অন্যদের লেখাও পড়ুন।
শুভ ব্লগিং।
মোনাব্বার হোসেন
অনেক খুশি হলাম আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো ভালো থাকুন সুস্থ থাকুন শুভ কামনা রইল নিরন্তর
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ভারী চমতকার লেখা — যুঁথিবদ্ধ ভাঁজে উত্তাপের অগ্নি-আঁচ
স্ফটিক-সদৃশ মিহিদানা-সুখ ছোট্ট শিশিতে ভরি।
শুভ কামনা রইল।
মোনাব্বার হোসেন
আপনার এমন উদ্ধৃতি পড়ে আমি ব্যাপকভাব আপ্লুত হয়ে পড়ি। ধন্যবাদ সুপ্রিয় ভাই,ভালো থাকুন সুস্থ থাকুন শুভ কামনা রইল নিরন্তর।
সুপর্ণা ফাল্গুনী
অনবদ্য অসাধারণ লেগেছে। সোনেলায় স্বাগতম আপনাকে। প্রথমেই অসম্ভব সুন্দর একটা কবিতা দিলেন । নিয়মিত লিখুন, সোনেলার সাথে মিলেমিশে থাকুন। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা অফুরন্ত
মোনাব্বার হোসেন
আপনারা যেভাবে আমাকে গ্রহণ করেছেন তাতে আমি দারুনভাবে আল্পুত। শুভ কামনা ও ভালোবাসা রইলো অফুরান সব সময়ের জন্য।
নিতাই বাবু
চমৎকার! কবির ভাবনার জয় হোক।
তাই সোনেলা পরিবারের সুস্বাগত-সহ শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বলতে চাই, প্রথম পোস্টেই বাজিমাত করে ফেলেছেন। শুভকামনা থাকলো।
মোনাব্বার হোসেন
এখন অসাধারণ বক্তব্যে দারুনভাবে আল্পুত হলাম।
মোঃ মজিবর রহমান
পিপাসার্ত শীর্ন ঠোট ঊকি দেয় অত্রিপ্ত জ্বলনে
অভাগা চাতক অভুক্ষ ভক্ষনের আশায় থামে
অলিক ক্ষুধার্ত তৃস্না মেটানোর আপ্রান ভক্ষনে
ক্ষুধার্তপ্রেমিক রসালো ঠোটে রসহীনতায় থামে।
পাঠ্যরসে ভরপুর কাব্যখানা ভরে মন।
শুভেচ্ছা অবিরত কাব্য রচয়িতাকে।
আবার পড়িবার আশায় অপেক্ষামান সোনেলা বারান্দায়।
মোনাব্বার হোসেন
অসাধারণ মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করে আমাকে আপ্লুত করলেন সুপ্রিয় শ্রদ্ধেয় ভাই।
মোঃ মজিবর রহমান
লিখুন প্রানের সোনেলায় সবাই আপনজন, আপনমন।
শুভেচ্ছা নিরন্তর
আলমগীর সরকার লিটন
পিপাসার্ত হৃদয় জ্বালা,
শতরঞ্জির বিছানো পালংঙ্কে আসন পেতে
অলীক স্পর্শের অনুভূতিতে———-চমৎকার কবি দা
মোনাব্বার হোসেন
ধন্যবাদ সুপ্রিয় ভাই
নাজমুল হুদা
সোনেলায় স্বাগতম। এভাবেই মিশে থাকুন সোনেলায় কবিতার মতো।
মোনাব্বার হোসেন
ধন্যবাদ সুপ্রিয় ভাই
মোনাব্বর হোসেন
প্রথম কবিতায় আপনাদের এতো ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ ও অভিভূত! যারা মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করেছেন তাদের সকলের কাছে ই আমি কৃতজ্ঞ।
তৌহিদ
সোনেলায় স্বাগতম ভাই। আসলে এত সুন্দর একটি লেখা কি করে আমার চোখ এড়িয়ে গেলো তাই ভাবছি! নিয়মিত লিখুন, আপনার লেখা পড়তে চাই।
শুভকামনা ভাই।