
একুশের মাস ৪ ফেব্রুয়ারি… সকল বন্ধুদের জানাই একুশের শুভেচ্ছা ও ভালোবাসা,ও সকল ভাষা শহিদদের জানাই বিনম্র শ্রদ্ধা!
বাংলা মা,,
ম-গো যাচ্ছি আমি একুশে মেলায়
সকল ছোটে বলে,
নতুন বইয়ে নিজে কে সঁপে!
মাগো আধর দিও সোহাগ দিও
সাজিয়ে দিও বাংলা বর্ণের ধারে,?
মা-গো মেলায় নাকি রত্ন উড়ে
ছোটদের প্রিয় ছড়া গানে,
মা-গো বাংলার প্রিয় মুখ তারা’ই হাসায়!
মা-গো সাহিত্যের স্বপ্ন জুড়ায়,
উপন্যাসে কেউ নিজেকে হারায়!
মা-গো নুংরা গায়ে ধূলো ঝেরে
সাজিয়ে দিও আপন মনে,
সত্যের দ্বারে এসে যেন জীবন গড়ে।
মা-গো বাংলার কত বর্ণমালা
সব মানুষের হাতে!
মা-গো দেশের কল্যাণ,দশের জ্ঞান
এই মেলাতেই সাজে,
মা-গো একুশের বই মেলায় সকল কবির প্রান
সত্যের রঙে জলসে উঠে কবির প্রিয় গান।
মা-গো কত না অপূর্ব কথা,সাজায় তারা
তারাই তো কত মোহানা!
মা-গো বাংলার রূপে কত মধুর আছে
সাদা কাগজের বুকে বাংলা হাসে।
মা-গো পাল তুলে নৌকা চালায় মাঝি
বাউলে একতারা গায় দেশের গান,
মা গো জন্মভূমি বাঁচাল মোদের প্রাণ।
মা-গো কত শ্রমে ঘামে কৃষাণ ফলায়,সোনালী ধান
মা-গো কষ্ট শ্রম দিয়ে তারা’ই মহান।
ভুল হলে ক্ষমা করবেন ধন্যবাদ,,
২২টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর হয়েছে ধন্যবাদ দাদা। ভালো থাকুন। শুভ সকাল
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি একুশের শুভেচ্ছা রইলো।
ভালো থাকুন সব সময় শুভ কামনা।
ত্রিস্তান
দাদাভাই কি আজ বইমেলায় আসছেন ?
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে কবিবর,
বাইমেলা আসিনি, থাকি দূর প্রবাসে,
ওখানেই মেলা হয় কর্মের সঙ্গে।
আপনার জন্য শুভ কামনা দিদিভাই।
সঞ্জয় মালাকার
আমি অত্যন্ত দুঃখিত সময়ে উত্তর দেইনি বলে।
নিতাই বাবু
একুশে নিয়ে নিজের মনোভাব দারুণভাবে ফুটিয়ে তুলেছেন দাদা। সত্যি ভালো লেগেছে। শুভকামনা থাকলো।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দাদা, একুশের শুভেচ্ছা আপনাকে। কৃতজ্ঞতা,
ভালো থাকুন সবসময় আপনার জন্য অনেক অনেক শুভ কামনা ।
সুপায়ন বড়ুয়া
একুশ নিয়ে লেখা
এই প্রথম দেখা।
সকল শহীদের
আত্নদানে আঁকা।
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা একুশের শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন।
দাদা থাকি যে বিদেশ,
ভুলিতে পারিনা নিজের দেশ,
দিবস যামিনী আসিয়া কহিলো আমারে
একুশ মানেই তো মাতৃভাষা মমতার বাংলাদেশ।
ভালো থাকুন সবসময় শুভেচ্ছা অফুরন্ত।
সুপায়ন বড়ুয়া
ওয়াও!
ছাইরাছ হেলাল
আহা, প্রাণের মেলা,
অপেক্ষা অবিরত।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দাদা, একুশের শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন।
এ-অপেক্ষা কবে যে হবে শেষ
বিদেশে এসে হারিয়ে ছি নিজের দেশ,
রোজ অপেক্ষায় দিবস যামিনী
আমি থাকি কেনে পরদেশ।
ভালো থাকুন সবসময় শুভ কামনা দাদা।
ফয়জুল মহী
দারুণ লিখনী । শুভেচ্ছা সতত ।
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ আপনাকে দাদা
ভালো থাকুন সবসময় নিরন্তর কামনা।
সুরাইয়া পারভীন
চমৎকার লিখেছেন দাদা।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দিদিভাই, একুশের শুভেচ্ছা রইলো।
ভালো থাকুন সবসময় শুভ কামনা।
রুমন আশরাফ
দারুণ হয়েছে।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দাদা, ভালো থাকুন সবসময়।
কামাল উদ্দিন
কথাগুলো মন ছুয়েছে, কিন্তু ছন্দ নিয়া আমি কিছুটা দ্বন্দে আছি দাদা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দাদা, আমি অত্যন্ত দুঃখি, আমি আগে আপনার মন্তব্য দেখিনি তাই।
তবে দাদা ছন্দ নিয়ে দ্বন্দ কেনো জানিতে চাই।
মন্তব্যে মুগ্ধতা ও ভালোবাসা, ভালো থাকুন সবসময় শুভেচ্ছা অফুরন্ত 🌹🌹
কামাল উদ্দিন
ছন্দ আসলে সব সময় আমি মেলাতে পারি না, সেটা অবশ্যই আমার ব্যর্থতা।
সঞ্জয় মালাকার
দাদা আপনার লেখার প্রতিটা ছন্দ খুবি সুন্দর,
আপনিও খুব ভালো লিখেন আমি তো আপনাদের দেখেই শিখেছি।