- ছোট্টো ছোট্টো ছন্দে
- মনের আনন্দে
- গেয়ে যায় মানব জীবনের
- অমরত্বের লাভের গান,
- যে মানব গুলো
- কিছুই করে নাই
- তাদের জীবন
- পৃথিবীতে থেকে ম্লান।
- মানব মন থেকে গেছে
- সেই জীবন হারিয়ে
- কখনো কেউ নেই
- তা মনে করবার,
- অন্ধকারের মতোন
- সেই জীবন গুলো
- ডেকে আছে ধামাচাপায়
- বিদীর্ণ রাতের আধার রূপে।
- জনম জনম মানব মন
- বাঁচতে চাইলে মানবকে
- অবশ্যই কীর্তি কাব্য শৈলী
- রচিত হবে,
- কীর্তি কাব্য রচনর জন্য
- মানব জীবন গুলো
- মানব মনে স্থান করে নিতে পারবে।
- রচনাকালঃ
- ৩১/০১/২০২১
৭৩০জন
৬৫৮জন
১০টি মন্তব্য
আরজু মুক্তা
কাজেই বেঁচে থাকে মানুষ।
ভালো লাগলো কবিতাটি
জাহাঙ্গীর আলম অপূর্ব
খুব সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ
শুভকামনা রইল
আলমগীর সরকার লিটন
চমৎকার কবি
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
চমৎকার বলেছেন – বাঁচতে চাইলে মানবকে
অবশ্যই কীর্তি কাব্য শৈলী
রচিত হবে,
কীর্তি কাব্য রচনর জন্য
মানব জীবন গুলো
মানব মনে স্থান করে নিতে পারবে।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
সাখাওয়াত হোসেন
আপন কাজের মাঝেই মানুষ বেঁচে থাকে আজীবন।
দারুণ লিখেছেন ভাইয়া।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
সুপর্ণা ফাল্গুনী
কাজ ই বাঁচিয়ে রাখে , একরকম অমরত্ব প্রদান করে কাজটাকে সেইভাবে করতে পারলে। চমৎকার ভাবনার বহিঃপ্রকাশ। নিরন্তর শুভকামনা রইলো
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম ঠিক বলেছেন
শুভকামনা রইল