অমরত্ব

জাহাঙ্গীর আলম অপূর্ব ১ ফেব্রুয়ারি ২০২১, সোমবার, ০৬:৩৪:০৪অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য
  1. ছোট্টো ছোট্টো ছন্দে
  2. মনের আনন্দে
  3. গেয়ে যায় মানব জীবনের
  4. অমরত্বের লাভের গান,
  5. যে মানব গুলো
  6. কিছুই করে নাই
  7. তাদের জীবন
  8. পৃথিবীতে থেকে ম্লান।
  9. মানব মন থেকে গেছে
  10. সেই জীবন হারিয়ে
  11. কখনো কেউ নেই
  12. তা মনে করবার,
  13. অন্ধকারের মতোন
  14. সেই জীবন গুলো
  15. ডেকে আছে ধামাচাপায়
  16. বিদীর্ণ রাতের আধার রূপে।
  17.  জনম জনম মানব মন
  18. বাঁচতে চাইলে মানবকে
  19. অবশ্যই কীর্তি কাব্য শৈলী
  20. রচিত হবে,
  21. কীর্তি কাব্য রচনর জন্য
  22.  মানব জীবন গুলো
  23. মানব মনে স্থান করে নিতে পারবে।
  24. রচনাকালঃ
  25. ৩১/০১/২০২১
৭৩০জন ৬৫৮জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ