অভ্যাস-৫

আদিব আদ্‌নান ১০ নভেম্বর ২০১২, শনিবার, ০৫:১০:৩২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১১ মন্তব্য

ভাবছি আর ভাবছি ……
ভাব্‌বনা আর কিছুতেই– এমনই ভাবছি ;
তবুও ভাবছি – ঘুমাব আরও – ঘুমঘোরে বা ঘোরঘুমে
জেগে উঠব না – উঠলেও জেগে জেগেই ঘুমাব,
তবুও ঘুমাব সকাল থেকে সন্ধ্যা বা সন্ধ্যা থেকে সকাল অবধি ।

হঠাৎ ই পায়ে মোক্ষম সুড়সুড়ি
সকাল বলে – ‘সুপ্রভাত তোমাকে’
কী আর করা , বিদায়  – হে আমার সুখ সুখ ঘুম–

দেখা হবে আবারও কোন মধুক্ষনে ।

৬৬২জন ৬৬২জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ