
এখন আমার বিচার চাইতে লজ্জা লাগে;
বরং অভিশাপে ধুয়ে দিতে আরাম লাগে
অভিশাপ দাও এখন সবাই দলে দলে
মুখ ভরে বমি করে অভিশাপ দাও মানবতার বুকে
পোড়া নাভি, পোড়া মাতৃত্ব অভিশাপ দাও গুরুকে
আঁধারে জননীর গর্ভে বেওয়ারিশ ভোটের বাক্স
মোটা তাজাকরণ পদ্ধতির সুস্থ ধারার বহিষ্কার
বিউটি পার্লার সজ্জিত এক বিউটিশিয়ান তদন্ত
সবাই এখন নতুন জোটে অভিশাপের স্লোগান তুলো।
এখন আমার বিচার চাইতে লজ্জা লাগে;
বরং অভিশাপে ধুয়ে দিতে আরাম লাগে
এখন তোমার কাছে আমার কারো বিচার না
বরং লোভের কামড়ে লোভাতঙ্ক রোগ সারাতে
আমার দেশপ্রেমিকের ঠোঁটে প্রতিষেধক চুমু খাও।
নেত্রকোনা, ময়মনসিংহ।
১৯টি মন্তব্য
মনির হোসেন মমি
বিচার চাই না
কুত্তাটা সামলা…
আসছি আবারো ভাইটি।
নাজমুল হুদা
আসুন ভাইয়া 😍
ইঞ্জা
সম্পূর্ণ একমত ভাই।
নাজমুল হুদা
আর কত সয়া যায়,আমি এখন বিচার চাই না।
বিচার কার কাছে চাইবো ? বিচার চাইতেও লজ্জা লাগে।
ইঞ্জা
দুঃখজনক
মোঃ মজিবর রহমান
কার কাছে চাইব বিচার সেকি মানুস, আছে কি মনুসত্য। তাই ঘ্রিনা করি, বুকে সাহস করে তারে বমিই করি।
নাজমুল হুদা
বিচার চাইতে চাইতে জাতি ক্লান্ত
মোঃ মজিবর রহমান
ঠিক ঠিক ঠিক
আরজু মুক্তা
বিচারের মা নিভৃতে কাঁদে। এরা হচ্ছে গিরগিটি। এদের মূল ধরে টেনে অপসারণ করতে হবে।
নাজমুল হুদা
শুদ্ধ হোক রাজনীতি ও বাংলাদেশ
চাটিগাঁ থেকে বাহার
বিচারের বাণী নিরবে কাঁদে! তবে এভাবে কতদিন কাঁদবে তা কেউ জানে না। হয়তো এ কান্নাই একদিন ক্রোধে পরিণত হয়ে বিস্ফোরণ ঘটাবে।
নাজমুল হুদা
মানুষের কষ্ট জমতে জমতে একদিন সকল অন্যায় আর গলাবাজি ধ্বংস করবে। শুদ্ধতা পাক স্বদেশ ।
ধন্যবাদ ভাইয়া 😍
জিসান শা ইকরাম
মৃত্যু উপত্যকায় বিচার চাইব কার কাছে?
অভিশাপ দেয়া ছাড়া কি করার আছে আমাদের?
ভাল হয়েছে কবিতা।
নাজমুল হুদা
বিচার চাইতে জাতি এখন ক্লান্ত
বিচারহীনতা কাটুক স্বদেশের।
ধন্যবাদ ভাইয়া 😍
জিসান শা ইকরাম
বিচারহীনতা কবে কাটবে জানিনা।
হতাশা গ্রাস করছে দিন দিন।
সুরাইয়া পারভিন
চমৎকার লিখেছেন ভাই
নাজমুল হুদা
ধন্যবাদ আপু 😍
সাবিনা ইয়াসমিন
বিচার চাওয়ার থেকে এখন অভিশাপ দেয়াই বেশি সহজ। ন্যায়বিচার চাওয়াটাই যেখানে অপরাধ, সেখানে মনোমত অভিশাপ দেয়া আরামের। 🙁
নাজমুল হুদা
অবশ্যই আপু ক্ষোভ থেকে অভিশাপ চলে আসে ,যখন বিচার চাওয়া খেলনা হয়ে যায়।
ধন্যবাদ অনেক 😍