অভিমানী মন

এজহারুল এইচ শেখ ১৩ মে ২০১৩, সোমবার, ০২:৫১:১৫অপরাহ্ন কবিতা ৫ মন্তব্য

অভিমানরে ,তোর জন্য আমার সব হারালো,ঘর হারালো,তোর জলে ভরা সংসার আমার ভেসে গেল,চোখর মোছার ছেড়াঁ কাপড় টুকুও আজ
আমার হারালো! তুইও আবার কবে একা ফেলে
যাবি বল?

তুই যেদিন যাস,শ্মশানে মুখে আগুন টুকু দিয়ে যাস…না হয় একটু কবরে ফেলে যাস…মনরে…শেষ বারের মতো… একটু…আমার পানে চেয়ে যাস…

তুই বিহীন শুক্ন ডাঙায় আমার আর কিছুই চলে না…দিন চলে না.…রাত চলে না…সুর্য যে কখন আসে যায়.…সেও আর বলে যায় না!বুকের ওঠা নামাতে,শুধু বুঝি আমি বেঁচে আছি!
তুই ছাড়া আজ সবাই মুখ ফিরিয়েছে!তুই যেদিন
যাস একটু শ্মশানে মুখে আগুন দিয়ে যাস না হয় একটু কবরে ফেলে যাস!

অভিমানরে, যাওয়ার সময় একটু ফিরে চেয়ে যাস…মনরে…

@বাড়ি,
তারিখ-১৩/০৫/১৩
সময়-১০ঃ০০ সকাল

৫৫৩জন ৫৫৩জন
0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ