অভিমানরে ,তোর জন্য আমার সব হারালো,ঘর হারালো,তোর জলে ভরা সংসার আমার ভেসে গেল,চোখর মোছার ছেড়াঁ কাপড় টুকুও আজ
আমার হারালো! তুইও আবার কবে একা ফেলে
যাবি বল?
তুই যেদিন যাস,শ্মশানে মুখে আগুন টুকু দিয়ে যাস…না হয় একটু কবরে ফেলে যাস…মনরে…শেষ বারের মতো… একটু…আমার পানে চেয়ে যাস…
তুই বিহীন শুক্ন ডাঙায় আমার আর কিছুই চলে না…দিন চলে না.…রাত চলে না…সুর্য যে কখন আসে যায়.…সেও আর বলে যায় না!বুকের ওঠা নামাতে,শুধু বুঝি আমি বেঁচে আছি!
তুই ছাড়া আজ সবাই মুখ ফিরিয়েছে!তুই যেদিন
যাস একটু শ্মশানে মুখে আগুন দিয়ে যাস না হয় একটু কবরে ফেলে যাস!
অভিমানরে, যাওয়ার সময় একটু ফিরে চেয়ে যাস…মনরে…
@বাড়ি,
তারিখ-১৩/০৫/১৩
সময়-১০ঃ০০ সকাল
৫টি মন্তব্য
এই মেঘ এই রোদ্দুর
ভাল লাগল
বনলতা সেন
ভাল লেগেছে , সুন্দর l
জিসান শা ইকরাম
ভালো লিখেছেন।
অবশ্যই বলে যাবেন আপনাকে ।
শিশির কনা
ওরে অভিমান ।
প্রজন্ম ৭১
ভালো লিখেছেন ।