
এ যেন হিমালয় জয় করলো বাংলাদেশর মেয়েরা। হিমালয় কন্যা নেপালের কাঠমুন্ডুতে সাফ উইমেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপাল কে ৩-১ গোলে হারিয়ে জয়ের মুকুট পরে নিল বাঙালি ললনারা। তাদেরে এ জয় মেয়েদের এগিয়ে যাওয়ার পথে সাহস ও অনুপ্রেরণা যোগাবে। নারীর পোশাক গবেষণা যখন বিতর্কের তুঙ্গে। তখন প্রমীলাদের জয় নিশ্চয়ই বাকিদের সামাজিক বাধা পার হতে অনুপ্রেরণা যোগাবে।
২০১৬ সালে নারী ফুটবল টিম প্রথমবার ভারতের বিপক্ষে ফাইনাল খেলে হেরে যায়। এ পর্যন্ত নারী দল ৫ বার সাফ গেমসে অংশ নেন। ২০১৬ সালে ভারতের বিপক্ষে হেরে রানার্স আপ হয়। এখন পর্যন্ত এটাই ছিল সবচেয়ে বড় অর্জন। এবার ভারতকে হারিয়ে আগেই বিদায় করে দেয়। তাদের এ জয় দক্ষিণ এশিয়ায় শ্রেষ্ঠত্ব প্রমাণ করলো। প্রাণঢালা অভিনন্দন বাংলাদেশ প্রমীলা ফুটবল টিমকে।
আজ অভিনন্দন এর বন্যায় ভেসে যাচ্ছে ফেসবুকের টাইমলাইন। আজ আনন্দঘন মুহূর্তে পোশাকের বিষয়ে কিছু বলতে চাই না। শুধু বলবো – যে পায়ে রাখতে চাও শিকল পরিয়ে। সে পায়ে, পা মিলিয়ে বিপক্ষের জালে দিয়েছি গোল। এখনো তোমরা করবে শোরগোল।মিছে শোরগোলে লাভ হবে না। তোমাদের চোখ রাঙানি ভয় পাই না। আবারো অভিনন্দন জয়ী দল কে।
ছবি সংগ্রহ-নেট থেকে।
১৮টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
” যে পায়ে রাখতে চাও শিকল পরিয়ে। সে পায়ে, পা মিলিয়ে বিপক্ষের জালে দিয়েছি গোল। এখনো তোমরা করবে শোরগোল।”
-এভাবেই শেকল ভেঙে বেড়িয়ে যাবো আমরা জয় থেকে জয়ের পথে। ভেঙে দেব কুসংস্কার, অন্ধত্ব আর যা কিছু আছে।
অশেষ শুভকামনা বাংলাদেশ দল ও লেখিকার জন্য ❤️🥰
হালিমা আক্তার
আমাদের মেয়েরা সব বাধা অতিক্রম করে এগিয়ে যাক। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
সঞ্জয় কুমার
অভিনন্দন,
পুরুষ ক্রিকেটারদের যে পরিমান সুবিধা দেওয়া হয় তার ১০ ভাগের একভাগ এদের দেওয়া হলে এরা আরও ভালো করবে।
হালিমা আক্তার
একদম সত্যি বলেছেন। মেয়েদের পিছনে খরচ করলে ওরা ও ভালো কিছু দেশকে দিতে পারবে। ধন্যবাদ ও শুভকামনা রইলো।
মো: মোয়াজ্জেম হোসেন অপু
অভিনন্দন অভিনন্দন
হালিমা আক্তার
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
মোঃ মজিবর রহমান
জয়ের মাল্য তোমাদের জননী
বিজয়ের মাল্য তোমাদের ধরণী
জয় বাংলা , জয় মা তোমাদের পা’যাদুতে
জয় বাংলা , আনন্দচিত্তে রাখি বাড়িয়ে বুকেতে।
হালিমা আক্তার
অসাধারণ লিখলেন। আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
ফারজানা তৈয়ূব
অভিনন্দন
হালিমা আক্তার
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক অভিনন্দন রইল টিমের প্রতি!
নিশ্চয় দেশের জন্য এ পরম গৌরব!
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
হালিমা আক্তার
অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
সত্যই এক ইতিহাস রচনা
স্যালুট জানাই কৃষ্ণা রানী!
হালিমা আক্তার
অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
নার্গিস রশিদ
আমাদের মতো দেশে শিকল ভেঙ্গে মেয়েরা যে এগিয়ে আস্তে পেরেছে এটা নারী সমাজের জন্য অনেক বিরাট পাওয়া । মেয়েরা সব ব্যাপারে এগিয়ে যাক এটাই আশা করবো। শুভ কামনা এবং শুভেচ্ছা ।
হালিমা আক্তার
সত্যি বলেছেন আপা। পারিবারিক বাধার চেয়ে সামাজিক বাধা বেশি। এই বাধা অতিক্রম করে মেয়েরা এগিয়ে যাচ্ছে এটা বিশাল পাওয়া। অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা জানবেন।
হালিম নজরুল
শুভেচ্ছা বাংলার বাঘিনীদেরকে। ধন্যবাদ আপনাকে।
হালিমা আক্তার
আপনাকে ও ধন্যবাদ ও শুভকামনা।