এখন আর অবাক হইনা মানুষ দেখে
এখন আর অবাক হইনা হৃদয় থেকে
অনুভূতি যাই হোক অবাক হওয়ার কিছু নেই
বরং অবাক হতে হয় অবাক হয়েছি শুনলেই!
এখন অবাকে আর ভ্রুক্ষেপ করিনা
আক্ষেপে শোধ নিতে মৃত্যুকেও ছাড়িনা
জন্মের প্রতিশোধ নিতে মৃত্যুকে খুঁজেছি
সেই জন্ম নিয়েই তো প্রথম অবাক হয়েছি!
ইস্যুর নিচে যেমন করে ইস্যু চাপা পরে
প্রথম অবাক হারিয়ে গেছে তার পরের স্থরে,
এভাবে অবাক হতে হতে নির্বাক আজ।
মাঝে মাঝে কাঁদতে যেয়ে হেসে ফেলি
হেসে হেসে অশ্রুর সাথে কথা বলি
অবাক হচ্ছেন? – ধুর মশাই হবেন না,
অবাক হওয়ার কি আছে?- হবেন না
যে কথাটি বলতে চাচ্ছেন ক’বেন না!
হাসি পেলে হাসতে পারেন কান্না পেলে কাঁদতে
একমুহূর্তও পারবেন না অবাক হয়ে থাকতে
অবাক হলে ক্লান্ত হবেন, শান্ত হতে হাসুন
হাসতে হাসতে সান্ত্বনাকে আঁকড়ে ধরে বাঁচুন।
অবাক হাসি
১১.০৭.২০১৫
৪টি মন্তব্য
শামীম আনোয়ার আল- বেপারী
অবাক হলে ক্লান্ত হবেন, শান্ত হতে হাসুন,,,,হাসতে হাসতে সান্ত্বনাকে আঁকড়ে ধরে বাঁচুন। দারুন সত্যি হাসতে হবে
মোঃ মজিবর রহমান
ভাল লাগা রেখে গেলাম।
ইঞ্জা
বেশ অবাক বহুল লেখা, ভালো লাগলো।
নীলাঞ্জনা নীলা
আমি আবার বেশী বেশী অবাক হই। আর অতিরিক্ত হাসিও। 🙂