অবনত

বোরহানুল ইসলাম লিটন ২৪ এপ্রিল ২০২২, রবিবার, ০৮:২৫:০০পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য

খুব ছোট মানুষের প্রাণ,
জেনেও পাঁজরে জাগে
শত অভিমান।
যেতে হবে চলে,
বুঝেও এ কথা ধ্যানে
রাখে কি সকলে!

অথচ না মেনে তকদির,
ভাবে যে আঁধারে বসে
’আমি মহাবীর!’
ছাগ হলে চোর,
যম ভেবে সেও খুঁজে
বিধি নামে জোর।

মানুষেরই শুধু এই ভ্রম,
বাকী যা অবলা জীব
ঠিকই চিনে দম।
জেনে বয়ে ক্ষত,
তবু কি চায় রে মন
হতে অনুগত!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

৭৯৩জন ৬৬৭জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ