
খুব ছোট মানুষের প্রাণ,
জেনেও পাঁজরে জাগে
শত অভিমান।
যেতে হবে চলে,
বুঝেও এ কথা ধ্যানে
রাখে কি সকলে!
অথচ না মেনে তকদির,
ভাবে যে আঁধারে বসে
’আমি মহাবীর!’
ছাগ হলে চোর,
যম ভেবে সেও খুঁজে
বিধি নামে জোর।
মানুষেরই শুধু এই ভ্রম,
বাকী যা অবলা জীব
ঠিকই চিনে দম।
জেনে বয়ে ক্ষত,
তবু কি চায় রে মন
হতে অনুগত!
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
১০টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর এক অনুভব প্রকাশ কবি দা ভাল থাকবেন
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত কবি দা!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
হালিমা আক্তার
সত্যি বলেছেন। আত্ম অহমিকায় আমরা ভুলে যাই আমাদের অবস্থান। শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
মোঃ মজিবর রহমান
আপনার প্রকাশে আমি মুগ্ধ বোরহান ভাই।
বোরহানুল ইসলাম লিটন
নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা রইল মজিবর ভাই!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন
নিরাপদে থাকুন।
নার্গিস রশিদ
নিজেকে বড় ভাবা মানুষেরা এমনিই হয়, অবলা জীব ঠিকই থাকে।
বোরহানুল ইসলাম লিটন
অতিশয় মুগ্ধ হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
রোকসানা খন্দকার রুকু
একরাশ মুগ্ধতা।।।।
বোরহানুল ইসলাম লিটন
অশেষ ধন্যবাদ ও শুভ কানমা রইল আন্তরিক!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।