
বোট ক্লাবে জোট বেঁধেছে
নস্ট ছেলের দল
কস্ট লাগে ভ্রষ্ট আদলে
অভিনয় টাই ছল ।
হরেক বাতির ঝিলিক মারা
নেশার পেয়ালায় মুখ
রুপের হাটে লুটেপুটে
কারা খোঁজে সুখ ?
চরিত্রতে টান পোড়নের
জোয়ার এলো বুঝি
সাহেব পাড়ায় নিশি কুটুমের
খবর আসে রোজই ।
ভোগ বিলাসে মত্ত যারা
বিশ্ব করে জয়
প্রজন্মের কাছে চিরন্তন ঋন
চরম অবক্ষয় ।।
রচনা কাল ঃ ১৮/০৬/২০২১
৮টি মন্তব্য
আরজু মুক্তা
আজকাল কি যে শুরু হইছে? মানুষের ভয় ডর কমছে।
শুধু নৈতিক অবক্ষয়।
কামরুল ইসলাম
অবক্ষয়ের চর্চাই হচ্ছে ।
ধন্যবাদ
সুপর্ণা ফাল্গুনী
মানুষের নৈতিকতার অবক্ষয় চারিদিকে ছড়িয়ে পড়েছে। সমসাময়িক নিয়ে চমৎকার কবিতা উপহার দিলেন অনেক দিন পর। ভালো থাকবেন সবসময় শুভ কামনা নিরন্তর
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা
হালিমা আক্তার
চারদিকে নৈতিকতার অবক্ষয়ের বাতাস। ভবিষ্যতের কথা চিন্তা করলে শঙ্কিত হতে হয়। শুভ কামনা।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা
হালিম নজরুল
বর্তমান প্রেক্ষাপটে ভাল লেখা।
কামরুল ইসলাম
চেস্টা করেছি মাত্র,
ধন্যবাদ