
পর্ব-১
দম্পতিরা যেদিন তাঁদের প্রেমোপাখ্যান ভুলে যাবে
যখন কেউ কাউকে কাছে আসার গল্প শুনাবে না
আমরা সেদিন ভালোবাসাহীন মরুভূমিতে যাবো।
খুনসুটিতে ভরা ঘুমোপাখ্যান খুলে পড়বো
মন মাতানো চোখ ধাঁধানো আলোতে
শান্তি সমৃদ্ধি উরুতে মাথা রেখে-
স্ব স্ব মুখ নিঃসৃত বাক্যদানে ব্যাকরণে ডুবে যাবো।
হঠাৎ মেহেদী ছোঁয়া হাতে চোখ কচলে বলবে
-ওই ঘুমাবো!
প্রতিটি শব্দের বোতাম চেপে চেপে বলে দিবো
– না! দিবো না।
আহত পাখির মতো লাল চোখে কবিতা চুষে নিবে
নাকি স্বরে, ন্যাকামো ভঙ্গিতে দ্রুতগতির প্রশ্ন তুলবে
-ওই, ক্যান দিবা না?
পর্ব -২
আলোর গহ্বরে,কথোপকথনে চলবে জাগ্রত শানে নুযুল;
ঘুমালে, খোঁপা বাঁধা চুল এলোমেলো করবো
ঘুমালে, হেঁচকা টানে এলোচুলে টেনে তুলবো
ঘুমালে, বাহুডোরে এনে বুকের জমিনে চড়াবো
কাজল চোখে অভিমানের লেলিহান শিখা গ্রাস করলেও, সেদিন করবে না।
বলবে – এখন কিন্তু রাগ করবো?
হেয়ালিতে চোখের ভিতর তলিয়ে যেতে যেতে
ভাবনাহীন বলে উঠবো- কথা বলবো না আর!
চারদিক- প্রাসাদ ঘেঁষে নিরবতা ঘনিয়ে আসবে;
থমথমে দৃশ্য ঠিক মাথা বরাবর এসে দাঁড়াবে
আকস্মিক আঙ্গুলের তাপে নিরবতা ভাঙাবে?
আধো কন্ঠে বলবে- ইস! ঘুমাতেও কী পারবো না?
চিরন্তন ভঙ্গিতে মনে হবে গ্রাম্য আলপথের দীর্ঘ ব্যবধান
স্বল্পদৈর্ঘ্য এক অভিমানী নিঃশ্বাসে জবাব দিবো
-জানি না….!
পর্ব-৩
আবারও প্রশ্ন তুলবে, -ইস! ঘুম পাচ্ছে আর যখন তুমি ঘুমাও?
আগুন চোখে আগুন রেখে বেখেয়ালে বলবো
-তো কী ? ঘুমাবোই !
৯০ডিগ্রি জ্যামিতিক ঠোঁটে, প্রচলিত মৃদুমাখা হাসিরেখা
বলবে- যাও, সেলফিস একটা !
ব্যাকুলতায় কাঙ্ক্ষিত আলো তোমার মাঝে হারাবে;
তখন পৃথিবীর সৌন্দর্য গিলে নিবো অপ্সরীর মঞ্চে
সেদিন সেলফিস শব্দের রসালো অনুবাদ করবো
ইতিহাসের গতি টেনে কানে কানে জানান দিবো
-হ্যাঁ! খুব খুব স্বার্থপর।
পর্ব-৪
কবুতরের ডানার মতো অভিমান ঝেড়ে সমঝোতায় ঘুমাতে যাবো;
জানালার পর্দা বেয়ে আসা এক চিলতে রোদে শুনবো
ঘুম মেলার সেই ঐতিহাসিক ঘুমোপখ্যান রটে গেছে
বলছে- বিচ্ছেদ নয়,ভালোবাসায় ভরে উঠো পৃথিবী
ডালে ডালে বসা বসন্ত শিমুলের জোড়া ফুলের মতো।
নেত্রকোণা, ময়মনসিংহ।
২৪টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
বিচ্ছেদ নয় ভালোবাসায় ভরে উঠুক পৃথিবী। এটা আমরা সবাই চাই।
সোনেলা ব্লগ পরিবারে আপনাকে স্বাগতম। খুব চমৎকার লেখা নিয়ে এসেছেন। নিয়মিত লিখুন আর অন্যদেরটাও পড়ুন।
প্রোফাইল গিয়ে নিজের একটি ছবি দিন। দেখতে ভালো লাগবে। শুভ কামনা রইলো 🌹🌹
Nazmul Hoda
আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপু । আমি নতুন যুক্ত হলাম এবং সবার লেখা পড়ার চেষ্টা করবো।
সাময়িকভাবে ছবি যুক্ত করতে পারছি না , ছবির মেগাবাইট বেশি হওয়ার ফলে ।
সাবিনা ইয়াসমিন
আপনার লেখার হাত অত্যন্ত ভালো। নিয়মিত যখন যা খুশি লিখুন। মনে আনন্দ নিয়ে ব্লগে থাকুন। শুধু খেয়াল রাখবেন, একটা পোস্ট দেয়ার পর চব্বিশ ঘন্টা পর অন্যটি দেয়ার। এটা ব্লগের নীতি। ভালো হয় আপনি যদি সময় করে নীতিমালাটা একবার পড়ে নিলে।
নাজমুল হুদা
ঠিক আছে দিদি, পড়ে নিবো ।
ছাইরাছ হেলাল
আপনি দেখছি দারুন সব কবিতা নিয়ে এখানে লিখতে শুরু করেছেন।
আপনি ভাল লেখেন, যা প্রথম পড়াতেই অনুভব করছি।
লিখুন লিখুন মনের আনন্দে, আমরা আপনাকে পড়বো।
স্বাগত আপনি এখানে।
নাজমুল হুদা
কৃতজ্ঞতা জানাই দাদা, দোয়া করবেন যেন আপনাদের সাথে থাকতে পারি।
তৌহিদ
সোনেলায় স্বাগতম ভাই। প্রথমেই সুন্দর একটি কবিতা নিয়ে আসলেন। আপনার লেখার হাত ভালো। লিখতে থাকুন।
শুভেচ্ছা জানবেন।
নাজমুল হুদা
ধন্যবাদ দাদাভাই আবারো এমন একটি সুন্দর জায়গায় লেখার সুযোগ করে দেওয়ার জন্য।
ইনশাআল্লাহ ! আছি, থাকবো প্রিয় সোনেলায়।
তৌহিদ
শুভকামনা জানবেন ভাই।
মনির হোসেন মমি
কবুতরের ডানার মতো অভিমান ঝেড়ে সমঝোতায় ঘুমাতে যাবো;
জানালার পর্দা বেয়ে আসা এক চিলতে রোদে শুনবো
বুঝতে পারছি আপনার শব্দ ভান্ডার খুব মজবুত।স্বাগতম।প্রথম লেখাতে এতো সুন্দর কবিতা নিয়ে এলেন।অভিনন্দন আপনাকে।ব্লগে একেবারে নীচে নীতিমলা আছে।পড়ে থাকলে ধন্যবাদ তা না হলে একটু কষ্ট করে পড়ে নিবেন।আবারো স্বগতম সোনেলা পরিবারে।
নাজমুল হুদা
ভাইয়া নীতিমালা গুলো অনেক সুন্দর। পড়েছি দুইবার আরো পড়বো সময় করে করে।
প্রদীপ চক্রবর্তী
অনবদ্য লেখনী।
বেশ ভালো লাগলো পড়ে।
ভালোবাসা দ্বারা বিশ্বজয় হোক।
নাজমুল হুদা
ধন্যবাদ দাদা, ভালোবাসা নামক অস্ত্রের উত্থান উঠুক।
আরজু মুক্তা
আহা!! ভালোবাসার ডানায় ভর করুক স্বপ্নরা।
অসাধারণ
নাজমুল হুদা
অসংখ্য ধন্যবাদ আপু 😍
শামীম চৌধুরী
ডালে ডালে বসা বসন্ত শিমুলের জোড়া ফুলের মতো
আমাদের জীবনটাও জোড়া ফুলের মতন। ভালো লাগলো কবিতাটি।
নাজমুল হুদা
কৃতজ্ঞতা দাদা।
জীবনটা ফুলের মতোই বিকশিত হোক!!
জিসান শা ইকরাম
সোনেলার সোনালী উঠোনে স্বাগতম আপনাকে কবি।
প্রথম কবিতাতেই আপনি বুঝিয়ে দিলেন আপনার লেখনি কত উচ্চমানের। সোনেলা একজন ভালো উচু মানের কবি পেল।
নিয়মিত লেখুন, অন্যদের লেখাও পড়ুন।
শুভ কামনা।
নাজমুল হুদা
আন্তরিক কৃতজ্ঞতা জানাই ভাই 😍।
ইনশাআল্লাহ, আছি, থাকবো ,পড়বো সোনেলায়
নিতাই বাবু
আমাদের মতো পাখিদের সংসারেও সময়সময় ঝগড়াঝাঁটি হয়। তাই আমাদের মতো ওরা সংসার ধ্বংস করে না, বিচ্ছেদের মতো এমন অঘটনও ঘটায় না।
লেখককে শুভেচ্ছা।
নাজমুল হুদা
অফুরন্ত ধন্যবাদ দাদা এমন সুন্দর অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য।
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা 😍
মোঃ মজিবর রহমান
শান্তি সমৃদ্ধি উরুতে মাথা রেখে- বাহ দারুন অনুভুতিশীল ।
অপুরব লেখা ভাললাগা রহিল ভাই।
নাজমুল হুদা
অশেষ কৃতজ্ঞতা ভাইয়া ।
অনুপ্রেরণামূলক গঠনশীল মন্তব্যের জন্য ।
শুভ কামনা ভাইয়া 😍
মোঃ মজিবর রহমান
এই রকম সুন্দর লেখা আরো চাই ভাই।