অপেক্ষা, অপেক্ষা, অপেক্ষা ।
আর কতক্ষণ করতে হবে জানিনা এই অপেক্ষা ।
এটা সেই চানি পার্ক যেটা আমাদের বাড়ির দক্ষিণে ফুল তলীতে অবস্থিত । যার প্রতিষ্ঠাতা এমডি এস উল্লাহ । সেখানে বসে আমি অপেক্ষা করছি তার জন্য । সে আসবে কিনা জানিনা, আসতে পারে আবার নাও আসতে পারে । উৎকণ্ঠা আর অনিশ্চয়তার মাঝে আমি অপেক্ষা করেই যাচ্ছি ।
দক্ষিণদিকে প্রায় এক মাইল এলাকা প্রসস্ত । ঐ প্রসস্ত জায়গার দুদিকে জমিন রেখে চলে গেছে একটি কাঁচা রাস্তা । সেই রাস্তার পানে আমি তাকিয়ে আছি তার আসার অপেক্ষায়…..
মনে আকুল আশা সে আসবে, তারপর তাকে নিয়ে চলে যাব অনেক অ-নে-ক দুরে । যতক্ষন না পর্যন্ত তার চলন শক্তি রহিত হয় ।
কিন্তু সে আসছে না কেন ?
তাহলে কি আমার এই দীর্ঘ প্রতিক্ষা ব্যর্থ হয়ে যাবে ?
অপেক্ষার প্রহর বড়ই দীর্ঘ.. এই সামান্য অপেক্ষা করা আমার কাছে মনে হচ্ছে যেন যুগ যুগ ধরে অপেক্ষা করছি । কপাল বেয়ে ঘাম ঝরছে, হৃদকম্পন বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন কোন একটি ভয়ংকর বিপদ এগিয়ে আসছে আমার জন্য।
সময় যেন শেষ হতে চায়না ।
এবার তার একটু পরিচয় দেয়া যাক যার অপেক্ষায় এভাবে নির্লজ্জের মত কথাবার্তা ছাড়া অপেক্ষা করছি ।
সেই আকাংখিত জিনিসটি হচ্ছে একটি রি-ক-সা…..
হ্যাঁ বন্ধু, একটি খালি রিক্সা ।
২৫টি মন্তব্য
শুন্য শুন্যালয়
হা হা হা, এতো সেই প্রথম প্রেমের অনুভূতি মনে হচ্ছে। 😀
প্রেমিকার জন্য যেমন পকেট ভরে বের হতে হয়, এখনো কিন্তু ভরেই রাখতে হবে, নইলে দূর বহুদূর যতক্ষন পর্যন্ত তার শক্তি রহিত না হয়, বাপ্রে
মজা পেলাম। 🙂
চাটিগাঁ থেকে বাহার
আমার প্রথম প্রেম নামে কোন প্রেম ছিল না। আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম।
ইলিয়াস মাসুদ
😀
চাটিগাঁ থেকে বাহার
হাসেন ক্যান!
ইলিয়াস মাসুদ
ক্যান খৌজ্জুম
চাটিগাঁ থেকে বাহার
সুন্দর সুন্দর ব্লগ লিখুন
নীলাঞ্জনা নীলা
আহারে খালি রিক্সা!!! 😮
আপনি তখন এই গানটা গাইতে পারতেন, “সে যে কেন এলোনা, কিছু ভালো লাগেনা, এবার আসুক তারে আমি মজা দেখাবো।” 😀
চাটিগাঁ থেকে বাহার
লেখাটা সম্ভবত: ১৯৮৭ সালের।
নীলাঞ্জনা নীলা
এত্তো আগের!
মৌনতা রিতু
আরে আল্লাহ্, আমি ভাবলাম প্রেমিকার অপেক্ষা। রিক্সার জন্য এত আকুতি ! তবে যাই বলেন প্রয়োজনের সময় এমন একটি রিক্সার অপেক্ষায় আমরা কম বেশি সবাই থাকি।
ভাল লাগল অন্যরকম একটি অপেক্ষার পোষ্ট।
চাটিগাঁ থেকে বাহার
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
বেশ চমকে দিয়েছেন দেখছি!
চাটিগাঁ থেকে বাহার
চমকে দেয়ার জন্য দু:খিত।
ইঞ্জা
(-3
খালি রিক্সা, প্রেমিকার জন্যও তো প্রেমিক এমন।করে অপেক্ষা করেনা।
চাটিগাঁ থেকে বাহার
ঠিক বলেছেন, ধন্যবাদ আপনাকে।
আবু খায়ের আনিছ
এইটা কি হইল, একে বারে আকাশ থেকে পাতালে নামিয়ে আনলেন যে…………. 😀 😀
চাটিগাঁ থেকে বাহার
আপনি আকাশে উঠে বসে থাকলে সেটার জন্য তো আমি দায়ী না!! 🙂 -{@
আবু খায়ের আনিছ
মইটা যদি আপনি দেন তবে আমি উঠব না কেন শুনি?
😀
চাটিগাঁ থেকে বাহার
যুক্তিবাদী বটে! ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
তাঁকে পেলেন কি ন তু পেলেন না বহনকারী হু হু হু
চাটিগাঁ থেকে বাহার
!!! ;?
অপার্থিব
হাহাহা … ভাল লিখেছেন। 😀
চাটিগাঁ থেকে বাহার
আন্তরিক ধন্যবাদ। -{@
মিষ্টি জিন
হা হা হা .. একটা রিক্সার জন্য এত অপেক্ষা?
ভালই লিখেছেন । মজা পেয়েছি।
চাটিগাঁ থেকে বাহার
যেখানে রিক্সা ছাড়া অন্য বাহন নেই সেখানে রিক্সার জন্য অপেক্ষা করা ছাড়া আসলেই কোন বিকল্প নেই।
আপনাকে আন্তরিক ধন্যবাদ।
-{@