অপেক্ষা

মুক্তা ইসলাম ৬ এপ্রিল ২০২০, সোমবার, ০৪:০৪:১৮পূর্বাহ্ন কবিতা ২৩ মন্তব্য

আকাশ ভরা জোছনার আলো,

আজ আলোর জোয়ার এসেছে।

দক্ষিনে সুসংবাদবাহী বাতাস বইছে,

পৃথিবী তখনও অনিশ্চয়তার ঘুমে।

রাতের নিস্তব্ধতাকে উপেক্ষা করে,

একটি দুটি নাম না জানা পাখি,

শূন্যে ভেসে বেড়াচ্ছে!

 বাড়ির এক কোণে

জরো সরো হয়ে দাড়িয়ে আছে,

অল্পবয়সী চঞ্চলা বালিকারা।

কি যেন দূর্ভাবনায় গুমড়ে আছে,

মুখে টু শব্দটি পর্যন্ত নেই।

মুখের হাসি!

সে তো বহু আগেই বিলীন হয়ে গেছে,

রাক্ষস ক্ষোক্ষসের ভয়ে।

বাড়ির আরেক কোণে,

অপেক্ষার প্রহর গুণছে,

মূর্দা বহনকারী একটি 

কাঠের নতুন খাটিয়া!

অত:পর হযরত নামাজে দন্ডায়মান হলেন, 

তার পিছনে যুবক হাসান আর হোসেইন।

তারাও আজ নিরব নিশ্চুপ,

নানার কাছে তাদের কোন আবদার নেই,

লাল ঘোড়া আর সবুজ জামার।

জোছনার আলো,

দক্ষিনা বাতাস,

পাখির কলোরব, 

আজীবন বহমান থাকবে।

যতদিন পৃথিবী জপবে,

আপন স্রষ্টার নাম তার হৃদয় গহীনে।

 

 

১৫৬৯জন ১৪৩৬জন
0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ