অপসৃত ছায়া

হালিম নজরুল ৭ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ০৮:৪৩:২৪অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য

আলোর সন্ধানে আমরা হাঁটতে শুরু করলাম——
একটি জ্যোতির্ময় শহরের দিকে।
তোমার গায়ে তখন আতরের বাজনা;
পায়ে নুপুরের ঘ্রাণ।
আমি নি:শংকোচে ত্রাণ নিতে নিতে——-
পৌঁছে গেলাম একেবারে ল্যাম্পপোষ্টটার নীচে।

তারপর!তারপর বুঝলাম তুমি অন্ধকার ভালবাসো।
ঘড়িটা আমাদের চোখ ফেরালো বিপরীত মেরুতে।

অতপর আমাদের ছায়াদুটো বড় হতে হতে—
একদিন হাওয়াই মিলিয়ে গেল
ঠিক কৈশরে দেখা পূবাকাশের রকেটের মতন।
—————————0 0———————-

৯৩০জন ৮১৮জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ