
তোমার আগে যদি যাই মরে,
একগুচ্ছ দোলনচাঁপা রেখো-
মোর সমাধির পরে।
জীবনাত্মা যে ঘ্রাণ পারেনি নিতে,
মরণাত্মা সে ঘ্রাণ নেবে শুষে।
দোলনচাঁপার তীব্র ঘ্রাণে;
গা গুলাবে, মাথা ঘুরাবে ভেবে
শুষ্ক ঘ্রাণহীন দোলনচাঁপা নিও না কিনে,
শুভ্র সতেজ দোলন চাঁপা তুমি নিও বেছে।
জানি তো! অনেক দূরের পথ পেরিয়ে
পাঁচশ কিলোমিটার দীর্ঘ যাত্রা শেষে,
আসতে হবে তোমায় আমার কাছে।
ফুল গুলো তাই রেখো খুব যতনে,
যেন শুকিয়ে না যায় পথের ক্লান্তিতে।
হাসিমুখে ফুল রেখে আমার কবরে,
দু’হাতে তুলে দোয়া করো স্রষ্টার দরবারে।
তোমাতে আটকে থাকা আমার আত্মার-
মুক্তির তরে ফরিয়াদ করো খোদার আরশে
আমি নেই ভেবে-
একফোঁটাও অশ্রু যেন না ঝরে,
তোমার ঐ মায়াবী নয়ন যুগলে।
জানোই তো তোমার ঐ অশ্রুসিক্ত আঁখি,
আমাকে কষ্ট দেয় কাঁদায় ভীষণ ভাবে।
জীবনদশায় যা পারিনি,
মৃতাবস্থায় তা কি করে পারবো সইতে!।।
উৎসর্গ_সমুদ্র
২৬টি মন্তব্য
ছাইরাছ হেলাল
ধুর, মরার পর আর ফুল-টুলের ঘ্রাণ পাওয়া যায় না,
তাই পাঁচশত মেইল দূরে হলেও ফেডেস্কে পাঠালে এই জগতেই সতেজ-সুঘ্রাণ পেয়ে যাব।
সুরাইয়া পারভীন
ধুর দোলনচাঁপার তীব্র ঘ্রাণে
গা গুলিয়ে যায়,মাথা ঘুরে যায়
তাইলে কী করে সংগ্ৰহ করে
পাঠিয়ে দেবো শুনি😰😰
ছাইরাছ হেলাল
অন্য কোন ফুল-টুল দিয়ে খুব ভাব নেবে ভালুবাসাবাসির!
মরার আগেই, নগদে!
সুরাইয়া পারভীন
আমার প্রিয় ফুল শুভ্র-লাল শিউলি
চাইলে দিতেই পারি
কিন্তু শিউলি কি পাঁচশত কিলোমিটার
দীর্ঘ পথ অতিক্রম করে সতেজ থাকবে!!
সুরাইয়া পারভীন
চাইলেই কী আর চাওয়া পাওয়ায় পরিণত হয়? না চাইলেও মরিতেই হবে, যেতেই হবে এই সুন্দর ভুবন ছাড়িয়ে।
এ যে সত্য, চিরন্তন সত্য
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া আপনার সাথে একমত 🤣🤣 ।মরে গেলে কি আর এসব পাওয়া যায়, না দেখা যায়!
সুরাইয়া পারভীন
আত্মা অবিনশ্বর দিদিভাই
আত্মা সব দেখতে,পায় শুনতে
জীবনদশায় জীবনে প্রথম দেখায়
প্রিয় মানুষের থেকে পাওয়া
শুভ্র সতেজ দোলনচাঁপার ঘ্রাণ সহ্য করতে পারিনি
তাই মরার পর তার প্রিয় ফুল চাই আমার সমাধিতে
এ আমার অন্তিম চাওয়া
ছাইরাছ হেলাল
ঐ যে…………
মরিতে চাহি না এই নধর অঙ্গ নিয়া
বাঁচিয়া চিল্লাইতে চাই দুনিয়া জুড়িয়া।
সুরাইয়া পারভীন
চাইলেই কী আর চাওয়া পাওয়ায় পরিণত হয়? না চাইলেও মরিতেই হবে, যেতেই হবে এই সুন্দর ভুবন ছাড়িয়ে।
এ যে সত্য, চিরন্তন সত্য
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
আপু আপনার ভাবনা গুলো অসাধারন প্রেমের সুবাস ছড়ায়, তবে ছবির দোলনচাঁপার প্রেমে যে ডুবে গেলাম। প্রথম যেদিন রাতের আঁধারে একে দেখলাম সত্যিই আনন্দে , ভালোলাগায় বিমোহিত হয়ে ছিলাম চারুকলার বাগানে। ছবিগুলো আছে। ভালো থাকুন সুস্থ থাকুন নিজের দিকে খেয়াল রাখবেন
সুরাইয়া পারভীন
প্রথম দেখায়,প্রিয় মানুষের থেকে প্রথম পাওয়া দোলনচাঁপা এর অনুভূতি প্রকাশ করতে অপারগ আমি।
কিন্তু দুর্ভাগ্য আমার
এর ঘ্রাণ সহ্য করতে পারিনি 😰
তবুও সে অনুভূতি অসম্ভব সুন্দর
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সাবিনা ইয়াসমিন
কবির সাথে সহমত নই।
সমুদ্র আসুক দোলন চাঁপার ডাটা হাতে,
সাথে আনুক এক্সট্রা মাস্ক ;
৫০০ কিঃমিঃ? ভয় নেই অভাগার,
উবার/ পাঠাও ছেড়ে প্রবল প্রতাপ নিয়ে
হেটে আসুক হাটি-হাটি-পা-পা রব তুলে, জোরে-সোরে,
সে আসুক বেঁচে থেকে, বাঁচিয়ে রাখতে
সমুদ্র-নদী-খাল-বিল সব সাথে নিয়ে… 🙂 😉
সুরাইয়া পারভীন
সমুদ্র আসুক দোলন চাঁপার ডাটা হাতে,
জীবনদশায় তা আর সম্ভব নহে
আমার অবশ্য তাতে খুব একটা আক্ষেপও
তবে আমি চাই
সে আসুক আমার মরার পরেই আসুক
একগুচ্ছ দোলনচাঁপা হাতে নিয়ে
রাখুক নিজ হাতে আমার সমাধিতে
ডিয়ার মিষ্টি আপু
ওটা ২৫ নয় ৫০০ কি.মি
সাবিনা ইয়াসমিন
আপনি মরার পরেই তার উপর খরার ঘাঁ দিতে চাইছেন! কি আর করার, বেচারীর জন্যে এক বয়ম সমবেদনা আচার করে রেখে দিলাম 🙁
হাহাহা তাই নাকি! ২৫ কোথায়? আমিতো ৫০০ই দেখছি 😀😀
সুরাইয়া পারভীন
ইশ্ এডিট করে কয় ২৫ কোথায়😏😏
আমি যেন জানি না এডমিনরা এডিট করতে পারে 😛😛
সুরাইয়া পারভীন
এ মা😰😰
সমবেদনা আচার করে বয়ামে ভরে রাখা যায় জানতাম না তো!
বেচারীর তো তাইলে সেইরাম কপাল!
কবরে ফুল দিতে এসে সমবেদনার আচার পাবে ফ্রী-তে
তৌহিদ
আবেগী লেখা ভালো লাগলো। উপরের মন্তব্যগুলো পড়লাম। ভালো থাকুন আপু।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
উপরের মন্তব্য গুলো মজা করে করা
প্রদীপ চক্রবর্তী
তবে তাই হোক!
দারুণ কাব্যকথন দিদি।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ফয়জুল মহী
সুলিখিত ,শ্রুতিমধুর লেখা। ।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন।
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
হালিম নজরুল
দোলনচাঁপার গন্ধ কি খুব ভাল? জানা নেই। তবে কবিতার সুগন্ধ ভাল লেগেছে।
সুরাইয়া পারভীন
এতো তীব্র গন্ধ
যা মাথা ঘুরিয়ে দেয়
তবে গন্ধটা সত্যিই দারুণ
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
সুপায়ন বড়ুয়া
কারো মৃত্যু কাম্য নয়
আপুর মৃত্যুতো নয়ই।
দোলন চাঁপা আপনি হাসি মুখে নেন
তাতেই মোরা খুশী
করোনা মুক্ত হাসি।
ভাল লাগলো। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়