পশ্চিম তীরে সীমান্তের এই পারে দাঁড়িয়ে শালপ্রাংশু বৃদ্ধটি
কাটাতারের বেড়া ছুঁইয়ে আসা বারুদের গন্ধে নাক কুঁচকায়
তার পেছনে দীর্ঘ মিছিল, লাশের এবং জীবন্মৃতদের।
তার বায়ে দাঁড়ানো শিশুটির পিতা নেই , মা নেই মাতৃভূমিও না
সে কখনো শোনেনি আদুরে ঘুমপাড়ানি গান
তার লুন্ঠিত শৈশব জুড়ে কেবলই ছুটে চলা
কেবল মুহুর্মুহু বিস্ফোরণ আর ধাওয়া ,ধোঁয়া, রক্তের ঘ্রাণ।
শিশুটির হাত ধরে যে নারীটি দাড়িয়ে আছে ভাবলেশহীন
লাল রঙের নকশা তার হাতে, মেহেদী নয় রক্তের দাগ
তার প্রিয়তমা ডাক শোনার জন্য কান পেতে থাকা অপেক্ষা নেই,
নিজস্ব পুরুষটির বুকের ওমে কাটানো নেই অলস দুপুর
অপেক্ষা কেবলমাত্র বোমারু বিমানের হাত থেকে বাচার জন্য
কানপেতে থাকা এয়ার রেইড সাইরেনের প্রলম্বিত সুর।
যে শিশুটি যে নারীটি যে বৃদ্ধটির স্বপ্ন নেই ,স্বজন নেই সে অংশ আমার
তাদের প্রতিটি মৃত্যু একটু একটু করে ক্ষয় করে আমাকে, প্রতিবার।
– ইসরায়েলী গনহত্যার প্রতিবাদ জানাই, সাথে প্রতিবাদ জানাই হামাসের ফিলস্তিনি সিভিলিয়ানদের মানব ঢাল হিসেবে ব্যাবহার করে মৃত্যুর মুখে ঠেলে দেবার ও।
হামাস এবং ইসরেল সরকার দুই পক্ষেরই যুদ্ধপরাধ ও গনহত্যার দায়ে বিচার করা হোক।
১৭টি মন্তব্য
মা মাটি দেশ
হামাস এবং ইসরেল সরকার দুই পক্ষেরই যুদ্ধপরাধ ও গনহত্যার দায়ে বিচার করা হোক।সমসাময়িক বিষয় নিয়ে লেখা সত্যি আমরা কি মানুষ? -{@ (y)
আগুন রঙের শিমুল
🙁
খসড়া
গণহত্যা বন্ধ কর।
আগুন রঙের শিমুল
গনহত্যা বন্ধ হোক
লীলাবতী
ফেইসবুকে কিছু ছবি দেখেছি । ভয়াবহ । আপনার লেখাটি অসহায়্যত্ব , ভয়াবহতা তুলে ধরেছে (y) (y) মানুষের বিবেক জাগ্রত হোক ।
আগুন রঙের শিমুল
🙁 🙁
জিসান শা ইকরাম
এমন ভাবে লিখলেন, যেনো দৃশ্য গুলো চোখের সামনেই দেখছি।
বন্ধ হোক এই নির্মমতা।
আগুন রঙের শিমুল
🙁 মানবিকতা জাগ্রত হোক
ছাইরাছ হেলাল
ক্রমাগত মৃত্যু মিছিলের এই গগন বিদারী নিভৃত চিৎকারে সামিল আমরাও ।
এ জঘন্য হত্যাকাণ্ড মানবতার গা স্পর্শ করেনি করবেও না ।
শুধুই দেখে যাওয়া ।
একাত্মতা আপনার অনুভুতির সাথে ।
আগুন রঙের শিমুল
no man is an island entire of itself
every body is the part of main,
all mans sorrow diminishes me
coz i’m the part of mankind
আজিম
আসলেই, বন্দ হোক এই নির্মমতা। বিরাট অনুভূতির স্পর্শ আপনার কবিতায়।
অনেক ধন্যবাদ।
আগুন রঙের শিমুল
মানবতা জাগ্রত হোক
শুন্য শুন্যালয়
কি অদ্ভুত !!! আমরা কে কতোটা খারাপ আছি তা নিয়ে ব্যস্ত, আর কেউ কেউ শুধু বেঁচে থাকার চেস্টায়।
অনেক টাচি পোস্ট ।
আগুন রঙের শিমুল
🙂
বনলতা সেন
জঘন্য এ বর্বরতা থেকে আমরা মুক্তি চাই ।
আগুন রঙের শিমুল
বর্বরতা বন্ধ হোক
শিশির কনা
যুদ্ধে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয় নারী এবং শিশুরা । যুদ্ধ বন্ধ হোক ।