
অনুষ্ণ অভিপ্রায়
==========
রাত নিশিথে নির্লিপ্ত বা্তাস
তোমার এলো চুলে যখন অবলম্বন খোঁজে আহ্লাদে।
সেই মুহুর্তে স্বয়ং স্বকীয় পরশ্রীকাতরতা চোখে
তোমায় কেবল ই দেখি!
আর ভাবি,
আমি নিজে পবন হলে বেশ হতো।
তোমায় অনেক গুলো পাপ্পা দিতাম যখন তখন।
তোমার হাসির আভাসে যখন
চাঁদ ঝরে পড়ে জোছনা মাখা অনুষঙ্গে,
ফুল , পাতা আর যাবতীয় অকৃত্রিম পংতিমালায়।
তখন আমার খুব চিত্তদাহ হয় ।
পুন:পুন ক্রমাগত মনে হয়
আমি যদি হতাম প্রিয় কোন ছন্দোবদ্ধ রচনা তোমার।
তুমি আমায় পড়তে অধিকন্তু প্রমোদে ।
আর আমি লুটিয়ে গড়িয়ে পড়তাম অকসর,
তোমার অন্ত:করণের অলি গলিতে।
১৪টি মন্তব্য
সুরাইয়া পারভীন
তোমায় কেবল ই দেখি!
আর ভাবি,
আমি নিজে পবন হলে বেশ হতো।
তোমায় অনেক গুলো পাপ্পা দিতাম যখন তখন।
বাহ্! দারুণ উপস্থাপন
ইসিয়াক
মন্তব্যে ভালো লাগা রইলো আপু ।
শুভকামনা ।
সুপর্ণা ফাল্গুনী
ভালোবাসার মানুষের সবকিছুতে নিজেকে দাঁড় করানো এমন আবেগ মেখে, অসাধারণ। শুভ কামনা রইলো
ইসিয়াক
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো আপু।
সাবিনা ইয়াসমিন
প্রিয়তমার সানিধ্য পেতে নিজেকে উজাড় হয়ে যাওয়ার অভিপ্রায় দেখে ভালো লাগলো। এভাবেই ভালোবাসতে হয়, এমন করেই ভালোবাসা প্রকাশ করতে হয়।
* শিরোনাম দেয়ার পর মুল লেখায় কবিতার নাম আলাদা করে দিতে হয় না ইসিয়াক ভাই। দৃষ্টিকটু দেখায়।
শুভ কামনা 🌹🌹
ইসিয়াক
আন্তরিক মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
ভালো লেগেছে জেনে ভালো লাগলো্ ।
ফয়জুল মহী
সৃজনশীল সৃষ্টি ।
ইসিয়াক
অনেক ধন্যবাদ ভাইয়া ।
জিসান শা ইকরাম
পবন হয়ে যান ভাই 🙂
পবন হলে সুবিধা অনেক।
ভাল লেগেছে খুব।
ইসিয়াক
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো ।
সুপায়ন বড়ুয়া
“তোমার হাসির আভাসে যখন
চাঁদ ঝরে পড়ে জোছনা মাখা অনুষঙ্গে,
ফুল , পাতা আর যাবতীয় অকৃত্রিম পংতিমালায়।
তখন আমার খুব চিত্তদাহ হয় ।“
খুব ভাল লাগলো আজ
শুভ কামনা।
ইসিয়াক
আপনাকে ও শুভকামনা দাদা।
সঞ্জয় মালাকার
তোমায় কেবল ই দেখি!
আর ভাবি,
আমি নিজে পবন হলে বেশ হতো।
তোমায় অনেক গুলো পাপ্পা দিতাম যখন তখন।
বাহ্! চমৎকার লিখেছেন।
ইসিয়াক
ধন্যবাদ দাদা।ভালো থাকুন । সুস্থ থাকুন সবসময়।