কেউ দেখেনা ,
অষ্টপ্রহর বুকের মাঝে কিসের নাচন?
কিসের বাজন বেঁজেই চলে
সকাল সাঁজে? কেউ বোঝেনা।
সেই যে কবে সাঁজের মায়ায়,
তোমার দুচোখ মিলিয়েছিলে
আমার দুটো চোখের তারায়!
সেই থেকে এই বাজনা শুরু!
ঘোর লাগা এক পুবের ভোরে
সর্বনাশ যা ঘটিয়ে দিলে
একটু খানি হাতের ছোঁয়ায়
সেই থেকে এই নাচন শুরু!
সেই থেকে এই বুকের মাঝে
অষ্টপ্রহর তোমার শাষন।
এই আমি নেই আমার আমি?
কেউ জানেনা, তুমিই জানো
আর জানে মোর অন্তর্যামী।
৪টি মন্তব্য
প্রহেলিকা
হালকা ছন্দের তালে লেখা ভাল লেগেছে। ছন্দের দোলায় দোলে মন।
নীলাঞ্জনা নীলা
ছন্দে ছন্দে বেশ লাগলো কবিতা।
ভালো লাগায় যুক্ত হলো।
ইঞ্জা
মন ছোঁয়া।
আবু খায়ের আনিছ
ভালো লাগলো কবিতা আপু।