অনুভূতি

সালমা আক্তার মনি ২০ আগস্ট ২০১৬, শনিবার, ০৮:৪৪:১৫অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য

কেউ দেখেনা ,
অষ্টপ্রহর বুকের মাঝে কিসের নাচন?
কিসের বাজন বেঁজেই চলে
সকাল সাঁজে? কেউ বোঝেনা।
সেই যে কবে সাঁজের মায়ায়,
তোমার দুচোখ মিলিয়েছিলে
আমার দুটো চোখের তারায়!
সেই থেকে এই বাজনা শুরু!
ঘোর লাগা এক পুবের ভোরে
সর্বনাশ যা ঘটিয়ে দিলে
একটু খানি হাতের ছোঁয়ায়
সেই থেকে এই নাচন শুরু!
সেই থেকে এই বুকের মাঝে
অষ্টপ্রহর তোমার শাষন।
এই আমি নেই আমার আমি?
কেউ জানেনা, তুমিই জানো
আর জানে মোর অন্তর্যামী।

৫০০জন ৪৯৯জন
0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ