
সা দা মা ঠ…..
জীবন মানেই তো গল্প,আর গল্প মানেই তো জীবন।
হঠাৎ করে’ই
বন্ধ হলো নিঃশ্বাস আমার
থমকে গেলাম আমি,
থেমে গেলো কলম আমার
লেখার অনুভূতি!
লেখতে বসে হয়নি লেখা
হঠাৎ করে’ই আসে,
কিছু কথার গল্প আমার
ব্যথার জলে ভাসে!
হঠাৎ করে’ই থামবো আমি
থমকে যাবে জীবন,
শেষ লিখাটাই হবে আমার
স্মৃতির অনশন!
থামবে আমার লেখার গতি
থেমে যাবে কলম,
ডাইরি’টা মোর থাকবে পড়ে
স্মৃৃতির নিমন্ত্রণ!
হঠাৎ করে’ই তোমায় পাওয়া
তোমার অনুভূতি,
তুমি শুধু থমকে পড়ে
সত্যের পরিনিতি!
১৮টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
লেখতে বসে হয়নি লেখা
হঠাৎ করে’ই আসে,
সহমত ❤❤❤
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা, শুভেচ্ছা সহস্র কোটি।
মোঃ মজিবর রহমান
শুভেচ্ছা অহরনিশ
মোহাম্মদ দিদার
বেশ সুন্দর উপলব্ধি
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ দাদা, শুভেচ্ছা রইলো।
শাহরিন
জীবনের উপলব্ধি একেকজনের কাছে একেক রকম। অনেক সুন্দর করে বর্ননা করেছেন।
সঞ্জয় মালাকার
হু -ঠিকই বলেছেন দিদি,
সঞ্জয় মালাকার
হু- ঠিকই বলেছেন দিদি –
জীবনের উপলব্ধি একেকজনের কাছে একেক রকম!
ধন্যবাদ দিদি অনেক অনেক শুভেচ্ছা রইলো।
নিতাই বাবু
এটা যেন আমার বেলায়ও প্রযোজ্য।
সঞ্জয় মালাকার
জীবন দীর্ঘজীবি হোক এই কামনা করি,
স্মৃতির অনশন দূর বিদেশে চলে ঝাঁক ।
ধন্যবাদ দাদা শুভকামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
বাস্তবতার কাছে আমরা অসহায়। হঠাৎ করেই থেমে যেতে, থামিয়ে দেয়া হয়। এরই নাম জীবন।
সঞ্জয় মালাকার
হুম – সত্যি বলছেন দিদি,
বাস্তবতার কাছে আমরা অসহায়।
ধন্যবাদ দিদি শুভেচ্ছা রইলো আনন্দ ভালোবাসায়।
আরজু মুক্তা
না, একটুও থেমে যাবেন না! সোনেলার পাঠক তাহলে এতো সুন্দর লিখা পাবে কই? আপনি বেঁচে থাকবেন সবার মাঝে বহুদিন।
শুভকামনা!
সঞ্জয় মালাকার
দিদি অশীর্বাদ করবেন,
ধন্যবাদ দিদি অজস্র বার ভালো থাকুন সবা সময় শুভ কামনা রইলো।
বন্যা লিপি
ঠিক আমাদের সবার নিয়তি এরকমটাই।নিয়তির কাছে আমরা সবাই অসহায়।
অনেক ভালো লাগলো লেখা।
সঞ্জয় মালাকার
শুভেচ্ছা দিদি, অনেক অনেক ভালো লাগা রইলো।
ভালো থাকুন সব সময় শুভ কামনা।
সাখিয়ারা আক্তার তন্নী
জীবন হয়তো চলতে চলতে থেমে যাবে,
কলমের আচঁড়ে রয়ে যাবে স্মৃতি কথা।
ভালো থাকবেন।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ, ভালো লাগা ও ভালোবাসা রইলো