
তুমি আমায় ভালোবাসো,
তাই তো আমি কবি।
তুমি আমার চোখে বিশ্ব দেখ,
তাই তো আকি তোমার ছবি।
তুমি আমার কবিতা পড়,
তাই তো আমি লেখক।
আমার আদেশ মান্য কর
তাই তো আমি দিক নির্দেশক।
তুমি আমার প্রসংশা কর
তাই তো আমি ভালো।
খামখেয়ালি পনা মন তোমার,
নিজের ইচ্ছে মতন চলো।
সাদা কালো জীবন আমার,
তোমার স্মৃতিতে ঘেরা,
তুমিই যে আমার স্বপ্নের রাণী
………___________!
৮টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
শুধু তার জন্য ই সব হলে হবে? সব ই তুমি ময় হয়ে গেল। শুভ কামনা রইলো দাদা
সৈকত দে
অসংখ্য ধন্যবাদ। আপনার জন্যও শুভ কামনা দিদি। 🌹🌹
ফয়জুল মহী
অনন্য লিখনী। শুভেচ্ছা সতত ।
সৈকত দে
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন সবসময়। 💓💓🌹🌹
আরজু মুক্তা
তুমিময় কবিতা।
সৈকত দে
অসংখ্য ধন্যবাদ। শেষের লাইন কিন্তু লেখা নেই??
হালিম নজরুল
সুন্দর চেষ্টা
সৈকত দে
অসংখ্য ধন্যবাদ ভাইজান। শেষের লাইন কিন্তু লেখা নেই??