
আবার কবে নিবো ঘ্রাণ, মহামারী শেষে ~
তোমার বাগানের ফুলে, ভ্রমর এসে ~
মৃদু দোলে পড়ন্ত বিকেলে, চায়ের কাপে ~
উষ্ণ চুমুতে ভালবাসা জাগবে সৌরভে, ধাপে ধাপে ~
বেণী করা চুলে, কাজল পড়া চোখে, হাসবে তুমি ~
গোধুলীর প্রহর স্থবির শহর, নিরবে যাবো চুমি ~
শ্বেত শ্বেত মেঘ, ভেজা ডানায় ভাসে নীলিমায় ~
দৃষ্টি যদি রাখি, ফেরাবে না আঁখী, ভালবাসার মহিমায় ~
হাতের পরশে, মনের হরষে টান টান অনুভব ~
ভাবি যত, হারাই তত, সংগোপনে জাগে উৎসব ~ ||
~~~~~~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ২২/০৪/২০২০
১২টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর হয়েছে কবিতা। ভালো থাকবেন সবসময় শুভ কামনা। শুভ সকাল
কামরুল ইসলাম
ধন্যবাদ ও
অনেক শুভ কামনা,
নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন
মাহবুবুল আলম
কবিতা পড়লাম। ভালই লাগলো! শুভেচ্ছা অবিরাম ।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও
অনেক শুভ কামনা
জিসান শা ইকরাম
মহামারী শেষ হোক, সব ঠিক হয়ে যাবে।
ভালো লেগেছে কবিতা।
নিয়মিত লেখুন, অন্যদের লেখাও পড়ুন।
শুভ কামনা।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা
সুরাইয়া পারভীন
একদিন সব ঠিক হয়ে যাবে
যা যেমন চলছিল আবার তেমনই চলবে
চমৎকার লিখেছেন
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা।
সঞ্জয় মালাকার
চমৎকার উপস্থাপন, ভালো লাগলো খুব,,
ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা
হালিম নজরুল
বাহ বেশ তো।
কামরুল ইসলাম
ধন্যবাদ