অনিচ্ছুক পাপ

বোকা মানুষ ২৮ সেপ্টেম্বর ২০১৪, রবিবার, ০২:২৬:৩৩অপরাহ্ন কবিতা, সাহিত্য ১১ মন্তব্য

একটা লাল ফিতে পড়ে আছে,
যেন একটা কোঁচকানো ছেঁড়া নদী।
ভাঙ্গা কাঁচের চুড়িতে রক্তের রেশ,
শেষরাতে দুঃস্বপ্নের প্রেতের মত।

 

বিষন্ন ওড়না ঝোপের পাশে পড়ে,
অদুরে জংলায় হায়েনার চাপা হাসি।
নিষ্পাপ কৈশোর খুন হয় নিঃশব্দে,
বেঁচে থাকে অসহায় ইচ্ছাহীন পাপ।।

৫০০জন ৫০০জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ