
কখনো হিমালয় হতে পারে সমতল
নদী হতে পারে মরুভুমি
তুমি আমাকে যেতে পারো ভুলে
শুধ ভুলব না আমি।
কখনো বাতাস যেতে পারে থেমে
ফুল যাবে ঝড়ে
হয়তো তুমি দূঢ়ে চলে যাবে
কিন্তু ভালবাসা! রয়ে যাবে চিরতরে।
কখনোবা রবির কিরন ম্লান হয়ে যাবে
আকাশ যাবে মেঘে ঢেকে
ভালবেসে তুমি হয়তোবা হবে অন্যের
তবুও মুছে যাবেনা হৃদয় থেকে।
হে প্রেয়সি রেখ তুমি স্মরন
প্রকৃত ভালবাসার, নেই কভু মরন।
********************************
Sometimes Mountain can flat
River can dry
Sometimes you can love others
But never can I.
Sometimes Air can still
Flower can drop
Sometimes you can long from me
But my love never can stop.
Sometimes Sun can give over shine
Clouds can cover the Sky
Sometimes you can forget me
But never can I.
Be remember my sweet heart
Love never can die.
১২টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
ভালোবাসা সত্যিই মরেনা। প্রিয়জন যত দূরেই যাক, অন্যের হোক , যত ঝড় তুফান আসুক তবুও ভালোবাসা অমর থাকে। ভালোবাসার জয় হোক, মানবপ্রেমের জয় হোক
আতা স্বপন
ধন্যবাদ– Thanks
আরজু মুক্তা
ভালোবাসার জয় সবসময়
আতা স্বপন
ধন্যবাদ– Thanks
এস.জেড বাবু
Sometimes you can long from me
But my love never can stop.
ট্রু লাভ নেভার ডাই”
অসাধারণ লিখেছেন
মোলায়েম মুগ্ধ রোমান্টিক লিখা।
আতা স্বপন
ধন্যবাদ– Thanks
ফয়জুল মহী
সাবলীল সুন্দর উপস্থাপন ।
আতা স্বপন
ধন্যবাদ– Thanks
সুরাইয়া নার্গিস
চমৎকার লিখেছেন।
শুভ কামনা রইল।
আতা স্বপন
ধন্যবাদ– Thanks
সাবিনা ইয়াসমিন
স্বপন ভাই, ইংরেজি অংশ রিমুভ করুন, মন্তব্য বাংলায় দিন। ভালো হয় আপনি যদি ব্লগের নীতিমালা আরেকবার পড়েন। সেখানে প্রতিটি বিষয়ে সুস্পষ্টভাবে বলা আছে। পড়ে নিলে ব্লগিং এ আর সমস্যা হবে না।
শুভ কামনা 🌹🌹
হালিম নজরুল
কখনোবা রবির কিরন ম্লান হয়ে যাবে
আকাশ যাবে মেঘে ঢেকে
ভালবেসে তুমি হয়তোবা হবে অন্যের
তবুও মুছে যাবেনা হৃদয় থেকে।