দু টাকার সিগারেটের প্যাকেট, একটা কলম, ছিঁড়ে যাওয়া ক’খানা কাগজের টুকরো আর একটা ঘরবন্দি জীবন হলেই তুমি দিব্যি বেঁচে যাও!

এদিকে আমি ঘর ভর্তি পচা-বাসি ভাতের গন্ধে রোজ সংসারটাকে টিকিয়ে রাখার প্রাণপণ চেষ্টা চালাই। এ ছোট্ট ঘরখানা জুড়ে একটু একটু করে খুচরো পয়সার মতো জমানো ভালোবাসা খুঁজে পাই। অথচ, কিছু না ভেবে তুমি কেমন বললে, মানিয়ে নিতে না পারলে চলে যেতেই পারো!

আমাদের এত বছরের সংসারে আমি আজ অবধি জানতে চাইনি, হ্যাঁ গো আমাদের জীবন কি এভাবেই চলবে? জানতে চাইনি, তোমার লেখা কবিতার মতো তুমি আমায় ভালোবেসে ছিলে তো? জানি মিথ্যে বলবে না। জানতে চাইলে হয়তো বলবে, হ্যাঁ বেশ বাসি তো।

রোজ রাতে আমি ঘুমিয়ে যাবার পর তুমি আমার কপালে চুমু এঁকে বিড়বিড় করে বলে ওঠো, দেখো আমাদের আর কোনো অভাব থাকবে না। আমি ম্যাগাজিন লিখছি; বই লিখছি। মানুষ আমার লেখা পড়ছে ভালোবাসছে। আর, আমি তোমার জন্য বেঁচে ফিরি!

পরদিন ভোরবেলা থেকে আবার সেই কাটাকুটির জীবন, তোমার তীব্র মেজাজ আর সারাদিন ঘরবন্দি হয়ে আমাদের সুখ দুঃখের আধখানা গল্পের রসদ!

 

৬৯৭জন ৫৭৭জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ