অধিকার

সীমান্ত সৈকত ২৮ মার্চ ২০১৫, শনিবার, ১০:০৮:৫৭অপরাহ্ন কবিতা, বিবিধ ৮ মন্তব্য

ভোরের অন্ধকার দূর করে উদিত এই হাস্যজ্জল সূর্য
আজো পারেনি আঁকতে মুখে হাঁসির পরশ,
মানুষ হয়েও যে রাখে অগোচরে মনের ক্ষুদ্র প্রতিটি আশা ।

আজ পড়ি আমরা সঙ্কোচের দোটানায়,
ভাবতে তাকে পূর্ণাঙ্গ মানব সন্তান ।

একবারও,
অবচেতন মন করেনা দ্বিধা,
দাঁড় করাতে তাকে নিথর দেহের মৃত পশুর কাতারে ।

প্রতিবন্ধী শিশু,
এসেছিলো সেও এই পৃথিবীতে
স্বপ্ন বুনে মনে অজেয় যত বাঁধা জয়ের ,
চরে বেড়াবে এই পৃথিবীর বুকে হয়ে শত কল্যাণকর কীর্তির অধিকর্তা ।

তবে কেন আজ থাকতে হবে তাকে ঘরকুনো হয়ে,
গায়ে লেপে মানুষরূপী হায়েনাদের কটু শ্লেষের নিন্দার কালিমা ।

অবহেলিত সে আজ সভ্য জগতে,
অধিকারহীন বড় বড় কর্তাদের মনভুলানো ভাষণেও ।

স্রষ্টার অজানা কোন ইচ্ছায় আজ হয়ে আছে সে প্রতিবন্ধী,
তার মনেও-তো রোপিত আছে সফলতার অদম্য বাসনা ।

তবে কেন আবদ্ধ সে পরাধীনতার শিকল ?
কেন দেবনা আমরা বিকশিত হতে তার প্রতিভা ?

কভে উদিত হবে সেই সূর্য,
যা আলো দিবে সবার তরে,
দেখবেনা কেউ প্রতিবন্ধী আর সুস্থদের মাঝে বিভেদের দেয়াল ।

কবে বইবে সে বাতাস ?
যেদিন বুক ভরে নিশ্বাস নিয়ে পৃথিবীকে বলবে এক প্রতিবন্ধী শিশু,
আজ জয় করবো বিশ্ব আমি
দাও আমার অধিকার ।।

৫১৫জন ৫১৫জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ