ভোরের অন্ধকার দূর করে উদিত এই হাস্যজ্জল সূর্য
আজো পারেনি আঁকতে মুখে হাঁসির পরশ,
মানুষ হয়েও যে রাখে অগোচরে মনের ক্ষুদ্র প্রতিটি আশা ।
আজ পড়ি আমরা সঙ্কোচের দোটানায়,
ভাবতে তাকে পূর্ণাঙ্গ মানব সন্তান ।
একবারও,
অবচেতন মন করেনা দ্বিধা,
দাঁড় করাতে তাকে নিথর দেহের মৃত পশুর কাতারে ।
প্রতিবন্ধী শিশু,
এসেছিলো সেও এই পৃথিবীতে
স্বপ্ন বুনে মনে অজেয় যত বাঁধা জয়ের ,
চরে বেড়াবে এই পৃথিবীর বুকে হয়ে শত কল্যাণকর কীর্তির অধিকর্তা ।
তবে কেন আজ থাকতে হবে তাকে ঘরকুনো হয়ে,
গায়ে লেপে মানুষরূপী হায়েনাদের কটু শ্লেষের নিন্দার কালিমা ।
অবহেলিত সে আজ সভ্য জগতে,
অধিকারহীন বড় বড় কর্তাদের মনভুলানো ভাষণেও ।
স্রষ্টার অজানা কোন ইচ্ছায় আজ হয়ে আছে সে প্রতিবন্ধী,
তার মনেও-তো রোপিত আছে সফলতার অদম্য বাসনা ।
তবে কেন আবদ্ধ সে পরাধীনতার শিকল ?
কেন দেবনা আমরা বিকশিত হতে তার প্রতিভা ?
কভে উদিত হবে সেই সূর্য,
যা আলো দিবে সবার তরে,
দেখবেনা কেউ প্রতিবন্ধী আর সুস্থদের মাঝে বিভেদের দেয়াল ।
কবে বইবে সে বাতাস ?
যেদিন বুক ভরে নিশ্বাস নিয়ে পৃথিবীকে বলবে এক প্রতিবন্ধী শিশু,
আজ জয় করবো বিশ্ব আমি
দাও আমার অধিকার ।।
৮টি মন্তব্য
কৃন্তনিকা
মানুষকে ভাবানোর মত কবিতা…
বেশ ভালো লাগলো (y)
সীমান্ত সৈকত
ধন্যবাদ আপুনি………………….
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম।
প্রথম কবিতা দিয়েই বুঝিয়ে দিয়েছেন যে আপনি লিখতে পারেন।
সুন্দর কবিতা।
আরো লিখুন
শুভ কামনা।
সীমান্ত সৈকত
ধন্যবাদ ভাইয়া…………। জিসান ভাই।।
শুন্য শুন্যালয়
প্রতিবন্ধী শিশুদের বিদ্রুপ করা বা বাঁকা চোখে তাকানো আমাদের অভ্যাস, আমরা যে মানসিক ভাবেই সবাই প্রতিবন্ধী হয়ে আছি সেটা কে বলবে?
খুব ভালো লাগলো কবিতা। আর ভালো লেগেছে আপনার প্রোফাইলে নিজের সম্পর্কে লেখাটুকু। স্বাগতম আপনাকে সোনেলায়।
সীমান্ত সৈকত
ধন্যবাদ………
সীমান্ত সৈকত
ঠিক ই বলেছেন………… আমাদের মাঝেই এমন অনেকেই আছে………… যারা নিজেদের কে বিকৃত মস্তিষ্কের কাতারে নিয়ে যায়…………… যারা ভাবতেই পারেনা এই প্রতিবন্ধীরাও মানব সন্তান……… তদের ও অধিকার আছে……………….. আমরা কেউ অধিকারের কথা ভাবিনা……………… ভাবলেও মানিনা……………।
লীলাবতী
ভাল লিখেছেন ভাইয়া।প্রতিবন্ধীদের আমাদের মতই অধিকার আছে,যদিও আমরা তাদের সুনজরে দেখিনা।