
জীবনের কিছু সময় কালের গর্তে হারিয়ে যাচ্ছে-
অথচ খোঁজে পাওয়া কিছু বিদ্বেষ শুধু অগ্নিময় সন্ধ্যা;
পুড়েনি দুই একটা আত্মার নির্ঘুম আর্তনাদ-
তবুও জীবনের রাস্তার মোড়ে এত সংশয় অবসাদ;
বিবেক চেয়ে থাকে না-দৃষ্টিপাতে অশ্রু ভেজাই না !
তারপরও ভোর নামে শীতের কুয়াশা শিশির-
ভাবমুখর উত্তাপ মনে দুপুর বেলার ক্লান্তি বিশ্রাম
অথচ পূর্ণিমা চাঁদ যেনো এতটুকু হাতছানি দীর্ঘশ্বাস;
আর কিছু আতর সুরমার ঘ্রাণ লুকোচুরি খেলাঘরে প্রাণ
আট্রহাসির ঠোঁটে নৈঃশব্দের কিছু এলোমেলো গান
যাহা ইতিহাসকে হারমানায় শুধু কলঙ্ক অধ্যায়- অতঃপর
ধৈর্য যেনো জীবনের এক কালজয়ী গর্তের আসমান।
২৯ কার্তিক ১৪২৬, ১৪ নভেম্বর ২০
————————————–
১৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
ধৈর্য -ই জীবনের বেঁচে থাকার একমাত্র উপায়।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি হেলাল দা
চমৎকার মন্তব্যে অনুপ্রাণিত করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন——-
সুপায়ন বড়ুয়া
“বিবেক চেয়ে থাকে না-দৃষ্টিপাতে অশ্রু ভেজাই না !
তারপরও ভোর নামে শীতের কুয়াশা শিশির-
ভাবমুখর উত্তা্প মনে দুপুর বেলার ক্লান্তি বিশ্রাম
অথচ পূর্ণিমা চাঁদ যেনো এতটুকু হাতছানি দীর্ঘশ্বাস;”
ধৈর্য্যের বিকল্প নাই। সুন্দর লাগলো।
শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি সুপায়ন দা
চমৎকার মন্তব্যে অনুপ্রাণিত করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন——-
ফয়জুল মহী
গভীর ভাবনার নয়নাভিরাম প্রকাশ ।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মহী দা
চমৎকার মন্তব্যে অনুপ্রাণিত করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন——-
আরজু মুক্তা
তবুও ইতিহাস কথা বলে।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মুক্তা আপু
চমৎকার মন্তব্যে অনুপ্রাণিত করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন——-
রোকসানা খন্দকার রুকু
ভালো লাগলো কবিতা। শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি রুকু আপু
চমৎকার মন্তব্যে অনুপ্রাণিত করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন——-
তৌহিদ
বিবেক মরে গিয়েছে, চুপচাপ ধৈর্য ধরে সব শুধু সহ্য করে যাচ্ছি আমরা।
শুভকামনা রইলো ভাই।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি তৌহিদ দা
চমৎকার মন্তব্যে অনুপ্রাণিত করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন——-
শামীম চৌধুরী
দারুন উপভোগ করলাম কবিতাটি। ভালো থাকবেন কবি দা।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি শামীম দা
চমৎকার মন্তব্যে অনুপ্রাণিত করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন——-
হালিম নজরুল
পুড়েনি দুই একটা আত্মার নির্ঘুম আর্তনাদ-
তবুও জীবনের রাস্তার মোড়ে এত সংশয় অবসাদ;
—————-বাহ।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি নজরুল দা
চমৎকার মন্তব্যে অনুপ্রাণিত করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন——-
সাবিনা ইয়াসমিন
ধৈর্য ধরেই জয় করা হয় কাল-পরকাল।
অধৈর্যের বিস্বাদে পৃথিবী নরকসম হয়ে উঠে।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি সাবিনা আপু
চমৎকার মন্তব্যে অনুপ্রাণিত করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন——-