: মেঘ পুড়ে দগ্ধ হৃদয়ের সচ্ছ অনলে ।
: মেঘ পুরে দগ্ধ হয় হলেই বৃষ্টি বিলাসের
আনন্দ করেতে পারে বাকি সবাই।
: বৃষ্টির ছোয়া কি কুয়াশা ?
অসচ্ছ
চোরাবালিতে ঢেকে রাখে চতুর্দিক
আবছাঁ অতৃপ্ত সুখ নিয়ে বাচার নাম ও
জীবন ?
: বৃষ্টি আসলে কুয়াশা পালিয়ে যায়।
চোরাবালি প্লাবিত হয় বৃষ্টির জলে।
অতৃপ্ত সুখ আছে বলেই তৃপ্ত হতে মানুষ
ছুটে চলে অজানায়। এটাই জীবন
: মৃত্যুর জ্বলন ও এতোটা সুখের নয় .
যতটা সুখের অতৃপ্ততার সাথে সর্বক্ষণ
বেচে থাকা।
: অজানার রহস্য কি জানে ?
: জ্বলন, সে দহনের সম্পর্কে সম্পর্কিত।
সে কখনোই সুখ নিয়ে আসে নি। কিন্তু এর
ভেতরেও মানুষ একটা আকর্ষন অনুভব করে।
যতটা অতৃপ্ত সে নিজে থাকে ততটাই
আকর্ষন জোড়ালো হতে থাকে।।
: সেই আকর্ষণের কারণেই হয়ত
অজানা শূণ্যের পাণে ছুটে চলে ..
পিছনে ধাবমান বাতাস ও বিস্বাসের
সাথে ওজন মিশিয়ে পাল্লা দেয় !
দুরের ঐ আমাকে আরো কাছে পাবার
আশায়।
: হয়তো… হয়তো…..
কেউ নির্দিষ্ট করে তা কখনোই
বলতে পারবে না। ভিন্ন জনের
কাছে তা ভিন্ন রূপেই প্রতিয়মান হয়।
: প্রতিটা সকাল পার হচ্ছে , রাত পার
হচ্ছে
আবারো উদিয়মান সকালের আগমণ ,.
অতঃপর পর্যায় ভিত্তিক ধাপে মৃত্যু(শুণ্য)
দিকে ধাপে ধাপে সিড়িগুলো অতিঃক্রম
।
এটাই কি আদৌ জীবন ?
না আরো কিছু ?
অপেক্ষার পর অপেক্ষা ..
তাও কি যোগ্য
উত্তরাধিকারী রেখে যায়
গন্তব্যস্থলে ??
: জীবনের শুরুটাও শুন্য থেকেই হয় আর শূণ্যেই
তার পরি সমাপ্তি ঘটে। এর মাঝে অনেক
মান অনেক সংখ্যা যুক্ত হয় বটে। কিন্তু
সেটা খানিকের জন্যেই। সময় হলে সব
সংখ্যা আপনা আপনি শূণ্যে পতিত হয়।
অপেক্ষা! সে আজীবনই ছিল। ছিল সৃষ্টির
শুরু থেকে..
: জবাব আছে । হয়ত বা ।
হয়তবা না ।
মনের অভ্যন্তরের সুপ্ত কথা গুলো সিক্ত
হয়ে ডিপ ফ্রিজের মাঝে ঝমাট
বেধেছে ।
কোণ এক অজানা সংকায়
ফিরে আসছে…
প্রতিদানের আশায়.. বারে বারে।
৯টি মন্তব্য
বন্য
বচন বেশ লেগেছে!
এটাই কি আদৌ জীবন ?
না আরো কিছু ?
অপেক্ষার পর অপেক্ষা ..
তাও কি যোগ্য
উত্তরাধিকারী রেখে যায়
গন্তব্যস্থলে ??
কোন প্রশ্নের উত্তরই জানা নেই তবে আপনার ভাবনা কত গভীর তা কিছুটা আঁচ করা যায় মাত্র।
অগোছালো কথোপকথন যদি এমন হয় তাহলে গোছালো দেখা ইচ্ছে জাগতেই পারে।
কৃষ্ণমানব
গুছিয়ে কিছু করতে পারিনা , বা হয়না বন্য স্যার !
সবসময় অগোছালো , সবকিছুতেই পানসে
জিসান শা ইকরাম
কৃষ্ণমানব কথন দারুন হচ্ছে।
চলুক ।
কৃষ্ণমানব
ধন্যবাদ . . . জিসান ভাইয়া 🙂
মেহেরী তাজ
আগোছালা কথাবার্তা ভালোই লেগেছে ভাইয়া।
হৃদয়ের স্পন্দন
দারুন লাগছে চলতে থাক অগাছোলা কথার নামে গোছালো কিছু শুভ কামনা রইলো
মোঃ মজিবর রহমান
এগুলো কি আসলেই অগোছালো!
জীবন জীবনই।
সুন্দর সুন্দর প্রশ্ন
দারুন।
বনলতা সেন
এমন গোছালো ভাবেই চলুক । কোথায় গেলেন ?
অলিভার
প্রথমেই লজ্জা লাগছে বার বার উৎসর্গের নামে দেখে।
চলতে থাকুক এমন অগোছালো ভাবেই কথোপকথন দীর্ঘদিন ধরে। জানতে চাই আরও ভাবনা যা আছে মনের গভীরে।
শুভ কামনা জানবেন।