
প্রেমিকের চোখে প্রেম থাকে,
কৈশোরের হারানো নিখাঁদ প্রেম!
প্রেমিকের চোখে নেশা থাকে,
প্রতিশোধের নেশা, বিরহের সুবর্ণজয়ন্তী ছোঁয়ার নেশা!
জানি সত্যি নয় হ্যালুসিনেশন!
প্রেমিকের চোখে আমি শুধু খুনি দেখতে পাই ,
শুধু খুনি নয়, ঠান্ডা মাথার খুনি!
উপেক্ষার জেহের সাজিয়ে দেয় সে ক্যান্ডেলাইট ডিনারে।
গোলাপকে এগিয়ে ধরে কাঁটা না ছাড়িয়ে।
আকাশ থেকে এসিড বৃষ্টি ঝরলে সে ভেজার নিমন্ত্রণে ডাকে,
মনের পিঠে ছুরির প্যাচের মানচিত্র আঁকে।
ভুগছে সে নারসিসিজমে।
স্বৈরশাসক সে নিজের রাজ্যে,তার মনে সবসময় বিজয়ের দামামা বাজে!
একদিন সেও খাঁটি প্রেমিক ছিল।
আজ সেসব অতীত, মনে পড়লে সে গগনবিদারী অট্টহাসি হাসে!
সে ও ভালোবাসে, ভালোবাসে আজও তার প্রথম প্রেয়সীকে,
যে আজ অন্যের জন্য রাঁধে, চুল বাঁধে, কপালে টিপ আঁকে।
বিংশশতাব্দীর প্রেমিক সে,দেবদাস নয়!
রোজনামচা ঠিক রেখে সে ভেতরে চূর হয়।
ঘর বাঁধে, সংসার সাজে, সজ্জিত বাসরে সে বহুরূপী!
ওয়াইন পান করে নববধূর ঠোঁটে চুমু খায়,
প্রিয়তমার গায়ের আঁশটে গন্ধ কড়া পারফিউমে গুলিয়ে যায়।
সে রাতে দুটো খুন হয়,
খুন হয় নববধুর স্বপ্নের, খুন হয় একজন খাঁটি প্রেমিকের!
প্রেমিকের চোখে খুনি দেখতে পাই!
৬টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
প্রেমিকের চোখে জমে বারি
প্রেমিকের নয়ন আবছা তারি
জন্য, হন্যে খোজে অতীত
যে দিয়েছে ভাবনা জিবন্টিতে
হাজারো কষ্টে তবুও লাজে ঝরাইনা পানি।
খাদিজাতুল কুবরা
আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন ভাইয়া
আলমগীর সরকার লিটন
সুন্দর অনুভব প্রকাশ কবি আপু
মনির হোসেন মমি
বিশ্বাস রাখাটা কঠিন। সুন্দর অনুভুতি।
রোকসানা খন্দকার রুকু
বড্ড বেসামাল প্রেমিক। দু দুটো খুন করে ফেললো। আসলেই এমন প্রেমিকরা যে আসলে স্বৈরাচারী ও খুনি সে বোধহয় কোনদিন ভেবেও দ্যাখে না। আপন গতিতেই চলে।
সাবিনা ইয়াসমিন
এমন প্রেমিকেরাই দিনশেষে ভালো থাকে। বিংশ শতাব্দীর প্রেমিকেরা দেবদাস হয়ে অকালে মরতে রাজি নয়।