হ্যাপি নিউ ইয়ার

হালিমা আক্তার ১ জানুয়ারি ২০২২, শনিবার, ১২:৩৯:২৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১১ মন্তব্য

সকালের সূর্যটা গোধূলি লগ্নে ডুব দিলো পশ্চিমাকাশের শেষ প্রান্তে। জীবন থেকে খসে পড়ল আরও একটি বছর। এভাবেই পুরাতন হারিয়ে যায় নতুনের ভিড়ে। একটি বছর ৩৬৫ দিন। শুরুতে মনে হয় অনেক দীর্ঘ, অথচ চোখের পলকে এক এক করে সময় চলে যায়।

করোনার থাবায় বিশের মতো বিষময় হয়ে উঠেনি। যদিও করোনা থেকে বিশ্ব এখনো মুক্তি পায়নি। তবুও চিকিৎসা বিজ্ঞান ও আল্লাহর অশেষ রহমতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার তুলনামূলকভাবে কম ছিল। এরফলে প্রাণ ফিরে পায় পৃথিবী। নতুন করে জেগে উঠে উচ্ছাস।

পুরাতন বিদায় নেয় বলেই কি নতুন আসে, না নতুনের আগমনে পুরাতনকে বিদায় নিতে হয়। নতুন পুরাতন এর আসা-যাওয়ার চক্র, বহমান বলেই নতুন প্রভাতের অপেক্ষার প্রহর গুনি।

পাওয়া না পাওয়ার হিসাবের খতিয়ান মিলানো ভার। প্রাপ্তি-অপ্রাপ্তির খাতা কখন থাকেনা শুন্য। যা যায় তার সবটাই কি যায়। কিছু রেখা এঁকে যায় স্মৃতির পাতায়। সবকিছু নিয়েই আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। এখনো বেঁচে আছি, সুস্থ আছি। এটাই জীবনের বড় প্রাপ্তি।সকলের আগামী দিনগুলো নতুন ভোরের মতো স্নিগ্ধতায় ভরে উঠুক। Happy New year.

ছবি- সংগ্রহীত

৬৩৬জন ৫৪১জন

১১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ