
হঠাৎ তুমি হারিয়ে গেলে
নাওনি একবার খোঁজ
শীতের দুপুরে, নিকোনো উঠানে
একলা শুকাই ভেজা চুল রোজ ।
বিষণ্ণ বিকেল হাতের মুঠোয়
হয়না বন্দি আর
স্বপ্ন মাখা ফুলঝুরি কথা
কতো যে চাই শুনিবার ।
সন্ধ্যা হলেই জোছনা মাখা
তোমার যতো খবর
আজ কালতো হারিয়ে গেছে
মনের মাঝে স্মৃতির বহর ।
রাত নিশিতে আদর ঝরা
ভরাট কন্ঠের বাণী
রুপকথার রাজ কুমারের
আমি ছিলাম স্রোতা রাণী ।
একলা প্রহরের দোসর ছিলে
বাসর ছিলো কল্পে
হঠাৎ তুমি নিখোঁজ হলে
রয়ে গেলে গল্পে ।
আমায় ফেলে তুমি কি আজ
আছো বেশ আনন্দে
প্রতিনিয়ত তোমাকে যেন পাই
ভেজা চুলের গন্ধ্যে ।
একটু না হয় মান ধরেছে
তাই বলে নাওনি খবর
সব ভুলে হারিয়ে গেলে
আমায় দিয়ে কবর ।।
রচনা কাল ঃ ২০/০১/২০২২
ঢাকা
৬টি মন্তব্য
ছাইরাছ হেলাল
হারিয়ে গিয়েও হারিয়ে যায়নি, রয়ে গেছে স্মৃতির মন্দিরে।
সুন্দর অভিব্যক্তি।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
আলমগীর সরকার লিটন
বেশ সুন্দর কবি দা
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
হালিমা আক্তার
যাবে আর আসবে ফিরে। চমৎকার কবিতা।
কামরুল ইসলাম
ধন্যবাদ