কে নাহিয়ান, কোথায় তার বাড়ি, কি তার নীতি বা আদর্শগত অবস্থান, আমি কিছুই জানিনা। কিন্তু জানি যে এই তরুন ছেলেটির ক্যান্সার হয়েছে। বোনম্যারো প্রতিস্থাপন করতে হবে। এজন্য ৮০ লক্ষ টাকার প্রয়োজন। কোন মধ্যবিত্ত পরিবারের পক্ষেই এই ব্যয়বহুল চিকিৎসা করানো সম্ভব নয়। তাই বলে কি ছেলেটা বাঁচবেনা? ৮০ লক্ষ টাকা ওর পরিবারের কাছে নেই, আমার কাছেও নেই। তাতে কি? আমরা সবাই মিলে হাত বাড়িয়ে দিলে এ আর এমন কি? আমি কাল মাংস দিয়ে ভাত খেতাম, সেখানে নাহয় আলু ভর্তা দিয়ে খাব। আমার এক বেলার সংযমে যদি একটি পরিবার ভেঙ্গে পড়া থেকে রক্ষা পায়, তাহলে কেন নয়? আমাদের পুরো জীবনের মধ্যে একটি দিন যদি নাহিয়ানের জন্য দেই, আমাদের কোন ক্ষতি হবেনা। কিন্তু এই একটি দিনের জন্য ও হয়তো পুরো একটি জীবন পেয়ে যাবে। আসুন না সবাই মিলে ছেলেটার পাশে দাঁড়াই। আরও একবার প্রমান করি এখনও অমানুষ হয়ে যাইনি আমরা।
নাহিয়ান কে টাকা পাঠানোর বি-ক্যাশ নম্বর- 01617757070
একাউন্টে টাকা পাঠাতে চাইলে-
Bank Account no.
A/C name : Zakaria mohaimin (nahian’s elder brother)
A/C number : 003412100005652
Southeast bank ltd , Dhaka
SWIFT : SEBDBDDH
২১টি মন্তব্য
বনলতা সেন
সবার সদিচ্ছায় একটি জীবনকে বাচানো সম্ভব।
আমার যতটুকু পারি পাঠিয়ে দেব ।
ফেরদৌসী
মানবতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে, বনলতা সেন।
জিসান শা ইকরাম
টাকার পরিমান অনেক বেশী , কিন্তু সবাই অংশ নিলে খুব সামান্য ।
ব্যাপক প্রচার করলে সবার অংশ গ্রহণে এই টাকার ব্যবস্থা করা সম্ভব।
একজন মানুষ হিসেবে অবশ্যই আমরা নাহিয়ান এর পাশে থাকবো ।
ধন্যবাদ আপনাকে এমন মানবিক পোস্ট দেয়ার জন্য।
ফেরদৌসী
পোষ্টটি দেওয়ার সুযোগ দেবার জন্য আপনাকে ধন্যবাদ।
যাযাবর
আল্লাহ নাহিয়ান কে সুস্থ করুক । আমি অবশ্যই আমার পক্ষে যতটা সম্ভব অর্থ পাঠাবো।
ফেরদৌসী
আল্লাহ আপনার মঙ্গল করুন, যাযাবর।
শিশির কনা
ব্যয়বহুল চিকিৎসা , তাতে কি ? যা পারি আগামি কালকেই পাঠিয়ে দিব । ফেইসবুকেও দেখলাম একটি ইভেন্ট । সবাই যার যার অবস্থান থেকে চেষ্টা করবে হয়ে যাবে ইনশাল্লাহ ।
ফেরদৌসী
ধন্যবাদ শিশির কনা। মনে হচ্ছে, টাকার জন্য অন্তত নাহিয়ানের চিকিৎসায় কোন ত্রুটি হবেনা। আল্লাহ চাইলে ছেলেটা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে।
ছাইরাছ হেলাল
আমরা অবশ্যই আমাদের মত সাহায্য করার চেষ্টা করব ।
আল্লাহ ক্ষমাশীল ।
ফেরদৌসী
অনেক ধন্যবাদ আপনাকে ছাইরাছ হেলাল।
লীলাবতী
এমন মানবিক সহযোগিতা কেন করবো না । আমাদের সামান্য অর্থের বিনিময়ে যদি একটি জীবন রক্ষা পায় , এর চেয়ে আনন্দের আর কি হতে পারে। সাধ্য মতো পাঠাবো ।
ফেরদৌসী
আমি আপ্লুত লীলাবতী। অনেক ধন্যবাদ।
আদিব আদ্নান
আমার পরিচিতজনদের সাথে কথা বলতে শুরু করেছি , জানিনা কতটুকু কী করতে পারব ।
ফেরদৌসী
চেষ্টা করছেন, এটাই বড় কথা। বাকিটুকু তো আল্লাহর হাতে। ধন্যবাদ আদনান।
সোনিয়া হক
একদিন না হয় মাংস না খেলাম , দারুন বলেছেন । কিছু একটা করবো । ধন্যবাদ আপনাকে ।
ফেরদৌসী
আমি এবং আমার দল সত্যিই কাল আমিষ বর্জন করেছি স্বতঃস্ফুর্তভাবে। কিছু তো করতেই হবে সোনিয়া। ধন্যবাদ আপনাকেও।
শাদমান সাকিব
নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহায্য করবেন ।
ফেরদৌসী
আমিন।
প্রজন্ম ৭১
কিছু সহযোগিতা অবশ্যই করবো । আপনি না জানালে হয়ত জানতাম না । ধন্যবাদ আপনাকে।
ফেরদৌসী
ধন্যবাদ আপনাকেও।
হতভাগ্য কবি
সৃষ্টিকর্তা সহায়, নাহিয়ান নিশ্চই বাঁচবেন ।