
হাওয়া নড়বড় করে রে মানুষ
হাওয়া নড়বড় করে-
আকাশ থেকে তারা ছুটে রে মানুষ
আকাশ থেকে তারা ছুটে-
ফুলের গন্ধে ঘুম আসে না রে মানুষ
একলা জেগে রই রে মানুষ;
মাটির সাথে সাজানো মেঘ বাড়ির মায়া
শূন্যেই হাওয়া বৃষ্টি ছুট কায়া-
ঘাস ফুল ঘাস ফড়িং দেরে চঞ্চল উড়া
এখন কি আর সভ্য মানুষের হয় না
মনও ভাব গাম্ভীর্যের কদর ভারি সচেতনা
নিত্যক্ষণ বৃন্দাবন ভাসায় রে কত
কালের হাওয়া কালেই থাক রে মানুষ
সামনের ঝড় বৃষ্টি হাওয়া দেখো।
০৪বৈশাখ ১৪২৯, ১৭এপ্রিল ২২
৪টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর অনুভবের ছোঁয়া কবি দা।
আন্তরিক শুভেচ্ছা জানবেন সতত।
আলমগীর সরকার লিটন
জি কবি লিটন দা
সুন্দর লাগার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
হালিমা আক্তার
চমৎকার কবিতা। শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
জি কবি হালিমা আপু
চমৎকার লাগার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-