হবে কি হবেনা।

ইঞ্জা ২৭ জুন ২০১৬, সোমবার, ১২:২৩:৪০পূর্বাহ্ন এদেশ, কবিতা ২৬ মন্তব্য

হবে কি হবেনা
জীবনটা যে আর চলেনা
ডাল, ভাত যোগারে এ পা তো আর চলেনা
বেড়েছে ব্যাংকের মূলধন, বেড়েছে জিডিপি
চলেনা শুধু আমাদের জীবনের গাড়ীটি
ব্যবসা নেই বাণিজ্য নেই, নেই কোন কারবার
পুরোনো বেতনে জীবনটা যে জেরবার
দিনদিন বাজারদর আকাশ ছোঁয়া হয়েছে
পিঁপড়ের পিঠে চড়ে জনগণও ছুটছে
রাজনীতিবিদরা তামাশায় মেতেছে
প্রতিদিন জনগণের পিঠে বিষ ফোঁড়া উঠছে
জীবনটা যে চলেনা নেতারা কি তা ভাবছে??

৫৯৪জন ৫৯৩জন

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ