কেউ অনলাইনে নেই!
আমার তেমন কোনো স্মৃতি বিজড়িত কিছু নেই,
আছে শুধু ভগ্ন টেবিলের কোণে
ধূলোবালি সংযুক্ত একটি ডায়েরি,
তাতে কোনো সুখের কথা লেখা নেই,
নেই কোনো সাফল্যের কথা লেখা।
লেখা আছে কষ্টের জর্জরিত দিন গুলোর কিছু কথা,
যা আমি সম্পূর্ণ লিখতে পারিনি,
লিখতে গেলে চলে আসে বুক ফাটা চিৎকার।
জীবনের সংগ্রামের কথা দিয়ে ভরা,
সেই কথা গুলো লেখা আছে ডায়েরি স্বল্প পাতায়।
ডায়েরি খানি খুলেই আজও ভেসে আসে,
সেই রক্তরঞ্জিত ডায়েরির ভগ্ন পৃষ্ঠা গুলো
যা আমায় অতীব গভীর ভাবায়।
তবুও সেই ডায়েরি খানি টেবিলের কোণে
ধুলোবালি সাথে আলিঙ্গন করছ।
ডায়েরি খানি আমার অতীত স্মৃতি কিছুটা,
স্মরণ করাবে পর প্রজন্মকে।
রচনাকালঃ
১৪/০৪/২০২১
১০টি মন্তব্য
পপি তালুকদার
জীবনের কথা,স্বপ্নের কথা লিখা থাকে নিজের একান্ত গোপন পাতায়। কথাগুলো হয়তো কেউকে বলা হয়না বা বলা যায় না। স্মৃতি পাতায় রয়ে যায় নিবৃত্তে…..
জাহাঙ্গীর আলম অপূর্ব
অনেক সুন্দর মন্তব্য করেছেন প্রিয় পাঠক।
শুভকামনা রইল সদা।
সুপর্ণা ফাল্গুনী
আহারে ডায়েরীতে এমন করেই আমাদের কষ্টের , একান্ত অনুভূতি গুলো লিপিবদ্ধ থাকে। কবিতা খুব ভালো লাগলো। অন্যের লেখায় ও মন্তব্য করবেন, পড়বেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা সতত
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম ঠিক কথা বলেছেন প্রিয় পাঠক।
শুভকামনা রইল সদা।
রোকসানা খন্দকার রুকু
ডায়েরী এমনই হয়। আমরা কষ্ট পেলেই বেশি ডায়রী লিখি।
শুভ কামনা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম মনোমুগ্ধকর কথা বলছেন।
শুভকামনা রইল
আরজু মুক্তা
ডায়েরি জীবনের আয়নাও বটে। চমৎকার কবিতা পড়লাম
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম।
শুভকামনা রইল
হালিমা আক্তার
ডায়রিতে জীবনের না জানা কথা গুলো লেখা থাকে। খুব ভালো লাগলো কবিতাটি। শুভকামনা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল