স্বাধীনতা চাই ! স্বাধীনতা !
না! এ স্বাধীনতা কোন দেশের জন্য নয়
যাকে এক সাগর রক্তের বিনিময়ে
স্বাধীন করা প্রয়োজন
কিংবা নয় মাস জীবন বাজি রেখে
যেতে হবে যুদ্ধে ।
এ স্বাধীনতার জন্য কোন বোনের
সম্ভ্রম হারাতে হবে না
হারাতে হবে না কোন মায়ের সন্তান ।
এ স্বাধীনতা ভালবাসার জন্য
ভালবাসার মানুষের জন্য
ভালবাসতে চাই স্বাধীন ভাবে
চাই ভালবাসার মানুষ কে স্বাধীন ভাবে কাছে পেতে ।
স্বাধীনতা চাই ! স্বাধীনতা।
১৬টি মন্তব্য
কৃন্তনিকা
“এ স্বাধীনতা ভালবাসার জন্য
ভালবাসার মানুষের জন্য” (3
আমরা সবাই বোধহয় এই স্বাধীনতা চাই…
ভালো লাগলো অনেক…
পিয়াস
দ
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম
ছোট কবিতায় অনেক ভালো লাগা
সুন্দর লিখেছেন ।
শিশির কনা
এ স্বাধীনতা ভালবাসার জন্য
ভালবাসার মানুষের জন্য
ভালবাসতে চাই স্বাধীন ভাবে
চাই ভালবাসার মানুষ কে স্বাধীন ভাবে কাছে পেতে …….. ভয় পেলাম ভাই । লেখা ভালো হয়েছে (y)
পিয়াস
ধন্যবাদ
ছাইরাছ হেলাল
স্বাগতম সোনেলায় ।
হ্যা, এমন স্বাধীনতাও আমরা অবশ্যই চাই ।
ভালোই লিখেছেন ।
মর্তুজা হাসান সৈকত
থিমটা সুন্দর ।
ব্লগার সজীব
ভালোবাসার স্বাধীনতা চাই আমিও (y) 🙂
পিয়াস
পাবেন!!!!
আদিব আদ্নান
ভালোবেসে একাকার হওয়ার স্বাধীনতা চাই ।
অন্তরা মিতু
ভালোবেসে একাকার হওয়ার স্বাধীনতা চাই ……..
অন্তরা মিতু
কঠিন কথা অনেক সহজে লিখেছেন…….. অনেক ধন্যবাদ সবার চাওয়াকে আপনার কবিতায় সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য… :c
বনলতা সেন
অবশ্যই চাই নিরবিচ্ছিন্ন ভালোবাসার অধিকার ।
প্রজন্ম ৭১
বেশী স্বাধীনতা ভালো না আমাদের দেশে 🙂 (3
লীলাবতী
এই স্বাধীনতা পেলে ভালোই হতো (y)
প্রিন্স মাহমুদ
সুন্দর লেখা ।